রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আয়কর দফতরের
রাজ্যের কাছে নিরাপত্তা আগেই চাওয়া হয়েছিল। সহযোগিতা না পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছে তারা। দাবি আয়কর দফতরের।
ওয়েব ডেস্ক : রাজ্যের কাছে নিরাপত্তা আগেই চাওয়া হয়েছিল। সহযোগিতা না পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছে তারা। দাবি আয়কর দফতরের।
আয়কর দফতর সূত্রে খবর, অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট এলাকার থানাগুলির কাছে প্রথম বাহিনী চাওয়া হয়। কিন্তু, স্থানীয় ব্যাঙ্কে নিরাপত্তা দিতে হচ্ছে এই কারণ দেখিয়ে অধিকাংশ থানাই সহযোগিতা করেনি। এরপর রাজ্য প্রশাসনের কাছেই সরাসরি সাহায্য চায় আয়কর দফতর। সেই অনুরোধের উত্তর দিতেও রাজ্য গড়িমসি করে বলে অভিযোগ।
আয়কর দফতর অর্থমন্ত্রকের অধীন। তাই অসুবিধার কথা সরাসরি জানানো হয় অর্থমন্ত্রকে। অর্থমন্ত্রক সমস্যার কথা জানায় স্বরাষ্ট্রমন্ত্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক তারপর আয়কর দফতরের কর্মীদের নিরাপত্তায় CRPF মোতায়েন করে।