এবারের কালীপুজো দারুণভাবে মান্নাময়, প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে সুর সম্রাটের গান

শেষ পাঁচ বছর বেঙ্গালুরু থেকে কলকাতা আসা হয়নি তাঁর। তবু এবারের কালীপুজো দারুণভাবে মান্নাময়। শহরের প্রায় প্রতিটি প্যান্ডেলেই বাজছে তাঁর গান। জলসাঘর ফেলে রেখে চলে গেলেও, তাঁর কণ্ঠ স্বর্গের পারিজাতের মতোই চির অমর ও সতেজ হয়ে রয়েছে বাঙালির প্রাণমহলে।

Updated By: Nov 2, 2013, 03:39 PM IST

শেষ পাঁচ বছর বেঙ্গালুরু থেকে কলকাতা আসা হয়নি তাঁর। তবু এবারের কালীপুজো দারুণভাবে মান্নাময়। শহরের প্রায় প্রতিটি প্যান্ডেলেই বাজছে তাঁর গান। জলসাঘর ফেলে রেখে চলে গেলেও, তাঁর কণ্ঠ স্বর্গের পারিজাতের মতোই চির অমর ও সতেজ হয়ে রয়েছে বাঙালির প্রাণমহলে।
একটা প্যান্ডেল ছেড়ে পাশের প্যান্ডেলে গেলেই মান্না-দের গান বেজেই চলেছে। দর্শনার্থীর বেজায় খুশি। বলছেন, মা কালীর দর্শণে এসে মান্না দে-র গান যেন ভক্তি আরও বাড়িয়ে দিচ্ছে।
সুরের মেহফিল অক্ষয় হোক। শের খানের মতো ঈশ্বরের কাছে তাঁরও প্রার্থনা ছিল বোধহয় এটাই। তাই গানের জাদুতেই আসমুদ্র হিমাচলের সঙ্গে দোস্তি পাতিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু এবার দীপাবলিতে তিনি নেই। হয়তো সেকারণেই চোখ ধাঁধানো আলোর আড়ালেও জমাট বেঁধে আছে নক্ষত্র পতনের গাঢ় অন্ধকার।
 
তাঁর চিরপ্রস্থান কলজে ভেঙে দিয়েছে আমাদেরও। সেই বেদনার তাগিদেই শহর ও শহরতলির বিভিন্ন কালীপুজো এবার মান্নাময়। হৃদয়ের মানুষটি এখন আমাদের থেকে বহুদূরে। কিন্তু অনুরাগীদের ভালবাসায় তাঁর নতুন ঠিকানার সঙ্গে মর্ত্যের অক্ষয় পথ চিরকালীন হয়ে থাকবে। সেই পথ বেয়ে দূর থেকেই চোখের জলে মায়ের পা ধুয়ে দেবেন তিনি।

.