৩৪ ঘণ্টা পর উঠল যাদবপুরের অবস্থান বিক্ষোভ

Updated By: Aug 12, 2017, 09:03 AM IST
৩৪ ঘণ্টা পর উঠল যাদবপুরের অবস্থান বিক্ষোভ

ওয়েব ডেস্ক: ৩৪ ঘণ্টা পর উঠল যাদবপুরের অবস্থান বিক্ষোভ। গতকাল দুপুর থেকেই জুটার মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত উপাচার্য রাত নটায় সাংবাদিক বৈঠক করে বলেন, ছাত্রদের দাবিকে মান্যতা দিয়েই তাঁরা সরকারের কাছে চিঠি দিচ্ছে। কিন্তু একটি সাংবিধানিক সংস্থা কখনোই একটি আইনকে মানবে না, সেটা বলতে পারে না।

আরও পড়ুন খিদিরপুরে জারি সেতু সমস্যা

যদিও ছাত্রছাত্রীদের ঘেরাওয়ের মূল দাবি ছিল সেটাই। রাত দেড়টা নাগাদ নিজেদের মধ্যে বৈঠক করেন পড়ুয়ারা। সেখানে সিদ্ধান্ত হয়, যেহেতু বিশ্ববিদ্যালয় তাঁদের দাবিকে মান্যতা দিয়ে সরকারকে চিঠি দিচ্ছে, তাই অবস্থান তুলে নেওয়া হবে। যদিও বুধবার থেকে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে পড়ুয়ারা।

আরও পড়ুন কলেজ স্কোয়ারে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেলেন জাতীয় স্তরের সাঁতারু

.