কুড়িটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নেবে ৯ হাজার অফিসার, আবেদন করুন এইভাবে

কুড়িটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক প্রায় ন হাজার অফিসার নেবে। আবেদন করতে হবে অনলাইনে। আসুন জেনে নেওয়া যাক।

Updated By: Jul 28, 2016, 08:42 PM IST
কুড়িটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নেবে ৯ হাজার অফিসার, আবেদন করুন এইভাবে

ওয়েব ডেস্ক: কুড়িটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক প্রায় ন হাজার অফিসার নেবে। আবেদন করতে হবে অনলাইনে। আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- পুজোর পরই রাজ্য সরকারে ষাট হাজার কর্মী নিয়োগ!

কুড়িটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফিসার নিয়োগ করবে IBPS-এর কমন লিখিত পরীক্ষার মাধ্যমে।

এই পরীক্ষা দিতে গেলে IBPS-এর ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে CWEPO/MT-VI অপশনে।

পরীক্ষায় বসতে আবেদন করা যাবে ২৬ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত।

আবেদনের পর প্রি-এগজামিনেশন ট্রেনিংয়ের জন্য কললেটার ডাউনলোড করা যাবে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।

প্রি-এগজামিনেশন ট্রেনিং হবে ৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত।

অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৬, ২২ এবং ২৩ অক্টোবর। মূল পরীক্ষা ২০ নভেম্বর।

২০১৬-র ডিসেম্বরেই ফল প্রকাশ করা হবে।

২০১৭ সালের গোড়া থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

কোন ব্যাঙ্কই নিয়োগের বিজ্ঞপ্তি আলাদা করে জারি করবে না। IBPS পরীক্ষায় সফলরাই ইন্টারভিউয়ে ডাক পাবেন।

২০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়োগ করবে ৮ হাজার ৮৮২ জন প্রবেশনারি অফিসার। এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই পরীক্ষায় যাঁরা সফল হবেন তাঁদের ২০১৮ সাল পর্যন্ত আর পরীক্ষায় বসতে হবে না। সফলদের তালিকা কার্যকর থাকবে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত

 

 

.