অস্বস্তি চরমে, সমাবর্তন বয়কট যাদপুরের ছাত্রছাত্রীদের

যাদবপুরে সমাবর্তন বয়কট করলেন ছাত্রছাত্রীরা। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সমাবর্তন অনুষ্ঠানে এলে তাঁকেও কালো পতাকা দেখান হয়। তাঁর হাত থেকে আজ সার্টিফিকেট নিতে অস্বীকার করেন এক ছাত্রী। আজ সমাবর্তন ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে যাদবপুরে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। আমন্ত্রণপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে।

Updated By: Dec 24, 2014, 12:05 PM IST
অস্বস্তি চরমে, সমাবর্তন বয়কট যাদপুরের ছাত্রছাত্রীদের

কলকাতা: যাদবপুরে সমাবর্তন বয়কট করলেন ছাত্রছাত্রীরা। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সমাবর্তন অনুষ্ঠানে এলে তাঁকেও কালো পতাকা দেখান হয়। তাঁর হাত থেকে আজ সার্টিফিকেট নিতে অস্বীকার করেন এক ছাত্রী। আজ সমাবর্তন ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে যাদবপুরে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। আমন্ত্রণপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ে।

যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেও রাজ্যপালের হাত থেকে সার্টিফিকেট নিতে অস্বীকার করলেন এক ছাত্রী। মঞ্চে উঠে রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেই নেমে যান তিনি।

 

.