Amartya Sen, Abhijit Gangopadhyay: হাইকোর্টে প্রশ্নের মুখে অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়...
নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রতীচী ট্রাস্টের প্রসঙ্গ তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বললেন, 'প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন অর্মত্য সেন। সেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন'।
অর্ণবাংশু নিয়োগী: হাইকোর্টে এবার প্রশ্নের মুখে অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়! 'নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন নোবেলজয়ীরা'? জানার ইচ্ছাপ্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নিয়োগে দুর্নীতি মামলায় বিপাকে রাজ্য সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এখন জেলে। সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। সিবিআই তদন্তের উঠে আসছে একের এক চাঞ্চল্যকর তথ্য।
তখন নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে। এদিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিচারপতি বলেন,'প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন অর্মত্য সেন। সেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। নিয়োগ দুর্নীতির এই স্বীকৃত শিক্ষাবিদদের বক্তব্য় কী? ওঁরা তো অনেক বিষয়ে বলেন, এটা নিয়ে কিছু বলেন কি না, জানতে চাইছিলাম'।
আদালতে এই বিষয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, 'আমার মনে হয়. অমর্ত্য সেনের বলা বিষয়ে পুরো লেখাটা পড়লে বোঝা যাবে, যেভাবে দেখানো হচ্ছে, সেভাবে তিনি বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতীচী ট্রাস্ট কাজ করতে গিয়ে সমস্যা অনুভব করছে'।
এদিকে লোকসভা ভোট নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। এদিন নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'করোনার সময়ে কোথায় ছিলেন? ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের মৃত্যুর সময়ে কোথায় ছিলেন'?রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখছেন অর্মত্য সেন। এই কথার সঙ্গে অর্থনীতিবিদ বা শিক্ষাবিদের কোনও সম্পর্ক আছে বলে আমার মনে হয় না'। সঙ্গে দাবি, 'মোদীজির আসনসংখ্যা আরও বাড়বে। চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন'।
সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে অর্মত্য সেন বলেছেন, 'আমার মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা ভীষণভাবে যোগ্য। কিন্তু এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, মমতা সেটা কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে বিভেদকারী শক্তিকে রুখতে দিতে পারবে'।