Abhijit Ganguly: হাইকোর্টে বেঞ্চ-বদল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন কোন বিচারপতি?
গতকাল, মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি জয় সেনগুপ্তে এজলাসে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর নিয়মাফিক মামলাটি চলে গিয়েছিল হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
অর্ণবাংশু নিয়োগী: একসময়ে বিচারপতি ছিলেন তিনি নিজেই। বিজেপি প্রার্থী হওয়ার পর বিচার চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মামলাটির শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। বেঞ্চ নির্ধারণ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
আরও পড়ুন: Abhijit Ganguly: খুনের মামলায় বিচার চান বিজেপির অভিজিৎ, শুনতে রাজি নন বিচারপতি সেনগুপ্ত!
ঘটনাটি ঠিক কী? আদালত ছেড়ে এবার জনতার দরবারে। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট তমলুকে।
রোড-শো তখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ। চাকরিহারাদের ধরনা মঞ্চ থেকে প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়। এরপর যখন বিজেপি কর্মীরা পাল্টা স্লোগান দেন, তখন দু'পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। কবে? শনিবার।
এই ঘটনায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের শিক্ষক সংগঠন। শুধু তাই নয়, সেই অভিযোগের ভিত্তিতে আবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধর-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। সেই FIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিফ গঙ্গোপাধ্যায়।
গতকাল, মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি জয় সেনগুপ্তে এজলাসে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর নিয়মাফিক মামলাটি চলে গিয়েছিল হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)