হেস্টিংসে চলছে রাজ্য BJP-র কর্মসমিতির বৈঠক, গরহাজির কৈলাস-রাজীব! তুঙ্গে জল্পনা

বৈঠকে হাজির অরবিন্দ মেনন, অমিত মালব্য।

Updated By: Jun 29, 2021, 08:51 PM IST
 হেস্টিংসে চলছে রাজ্য BJP-র কর্মসমিতির বৈঠক, গরহাজির কৈলাস-রাজীব! তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার হেস্টিংসে চলছে রাজ্য কর্মসমিতির বৈঠক। উপস্থিত দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের শীর্ষ নেতারা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত অরবিন্দ মেনন, অমিত মালব্য। থাকার কথা শিবপ্রকাশেরও। সূত্রের খবর, এমন গুরুত্বপূ্র্ণ একটা বৈঠকে প্রথমে গরহাজির ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সম্ভবত বৈঠকে দেখা যায়নি রাজীব বন্দ্য়োপাধ্যায়কেও।

রাজ্য কর্মসমিতির বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন অন্য দুই পর্যবেক্ষক অরবিন্দ মেনন, অমিত মালব্য। বিজেপি সূত্রে খবর, তবে প্রথমে ওই বৈঠকে যোগ দেননি কৈলাস বিজয়বর্গীয়। পরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাঁকে। কয়েক বছর ধরে যিনি রাজ্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। একুশের ভোটের দায়িত্ব ছিল যাঁর কাঁধে। সেই কেন্দ্রীয় নেতা বৈঠকে প্রথমে বৈঠকে অনুপস্থিত থাকায় জল্পনা বাড়ে। যদিও এই বৈঠক নতুন নয়, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য বিজেপির বহু বৈঠকেই দেখা যায়নি কৈলাস বিজয়বর্গীয়কে। বরং তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে বিজেপির অন্দরে বিক্ষোভ দেখা দিয়েছে।   

আরও পড়ুন: 'সিট গঠনের উদ্দেশ্য নেতাদের বাঁচানো', Mamata-কে কটাক্ষ Dilip-র

আরও পড়ুন: দেবাঞ্জনের হাত দিয়ে কি বিদেশে গিয়েছে টাকা? এবার খতিয়ে দেখবে ED

অন্যদিকে, মঙ্গলবার বৈঠক শুরুর কিছুক্ষণ পরে হেস্টিংসের কার্যালয়ে ঢোকেন সব্যসাচী দত্ত। ভোটের ফল বের হওয়ার পর তিনিও বেসুরো হয়েছিলেন। এমনকি মুকুল রায় দলত্যাগের পর তাঁরও বিজেপি ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনায় আপাতত জল ঢেলে বৈঠকে হাজির হন সব্যসাচী। তবে বৈঠকে দেখা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। দলত্যাগের জল্পনা উস্কে দিয়ে যিনি ইতিমধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন।

.