কামদুনি-কাণ্ড রাজ্যের কাছে লজ্জা মন্তব্য রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

কামদুনি-কাণ্ড রাজ্যের কাছে লজ্জা। বিধানসভায় এমনই মন্তব্য করলেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Updated By: Jun 8, 2015, 06:03 PM IST
কামদুনি-কাণ্ড রাজ্যের কাছে লজ্জা মন্তব্য রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

ওয়েব ডেস্ক: কামদুনি-কাণ্ড রাজ্যের কাছে লজ্জা। বিধানসভায় এমনই মন্তব্য করলেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আজ বিধানসভার উল্লেখ পর্বে কামদুনি প্রসঙ্গ তোলেন সিপিআইএম বিধায়ক আনিসুর রহমান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা বলেছিলেন। কী হয়েছে তারপর? কামদুনির ঘটনা রাজ্যের কাছে লজ্জার। উত্তরে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কামদুনি-কাণ্ড যে লজ্জার তা তিনি মেনে নিচ্ছেন। তবে, একইসঙ্গে খোঁচা দিয়ে তিনি বলেন,বানতলা-সহ বাম আমলের বিভিন্ন নারীনিগ্রহের ঘটনাও রাজ্যের কাছে সমান লজ্জার।

রাজারহাট-নিউটাউনে সিন্ডিকেট পুরোদমে চালু রয়েছে বলে মন্তব্য করে দিনকয়েক আগে সরকারের অস্বস্তি বাড়িয়েছিলেন সব্যসাচী দত্ত। এ বার, কামদুনি-কাণ্ডে খোদ আইনমন্ত্রীর মন্তব্যও সরকারের অস্বস্তি বাড়াল।      

কামদুনিকাণ্ড যে রাজ্যের কাছে লজ্জা, তা স্বীকার করতে কেন এতদিন সময় লেগে গেল রাজ্য সরকারের? এ প্রশ্ন তুলেছেন চিত্রশিল্পী সমীর আইচ।

কামদুনিকাণ্ড যদি লজ্জারই হয়, তাহলে কেন এখনও শাস্তি হল না অপরাধীদের? শুধুমাত্র বিধানসভায় তা স্বীকার করলেই দায় ফুরিয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা।     

.