বাইপাস সংলগ্ন বহুতলে আগুন

আগুন লাগল বাইপাস সংলগ্ন একটি বহুতলে। শনিবার রাত ১১টা নাগাদ হঠাত্‍ই আগুন লাগে ওই গ্রীণউড অ্যাপার্টমেন্টের ১৪ তলার মিটার বক্সে। ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে মিটার বক্সে আগুন লাগে।

Updated By: Jan 29, 2012, 09:48 AM IST

আগুন লাগল বাইপাস সংলগ্ন একটি বহুতলে। শনিবার রাত ১১টা নাগাদ হঠাত্‍ই আগুন লাগে ওই গ্রীণউড অ্যাপার্টমেন্টের ১৪ তলার মিটার বক্সে। ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে মিটার বক্সে আগুন লাগে। সেখান থেকে ফ্ল্যাটের দশ তলা পর্যন্ত তারের মাধ্যমে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকার ১৯৬টি ফ্ল্যাটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। বন্ধ করে দেওয়া হয় আবাসনের বিদ্যুত্‍ সরবরাহ। আগুন লাগার ফলে সুরক্ষিত স্থানে নামিয়ে আনা হয় আবাসিকদের। পরে দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্ল্যাটের আবাসিকরা জানিয়েছে, ফ্ল্যাটের আবাসিকরা জানিয়েছেন অগ্নিনির্বাপন যন্ত্র সারাইয়ের জন্য গিয়েছিল। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। অগ্নিসংযোগের খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকরা। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ না হওয়ার বিষয়টি আড়াল করতেই কী সাংবাদিকদের বাধা দেওয়া হল?  ফ্ল্যাটের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কী না তাই নিয়েও প্রশ্ন উঠছে।

.