Metro Rail: করোনা বিধিনিষেধে রদবদল, সোমবার থেকে বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়

৩ জানুয়ারি থেকে টোকেন বন্ধ করা হবে। কেবলমাত্র স্মার্টকার্ডের মাধ্যমে মেট্রোয় চড়তে পারবেন যাত্রীরা

Updated By: Jan 2, 2022, 08:52 PM IST
Metro Rail: করোনা বিধিনিষেধে রদবদল, সোমবার থেকে বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়

নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে রাজ্যে জারি হচ্ছে কোভিড বিধিনিষেধ। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামিকাল থেকে লোকাল ট্রেন চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। কলকাতা মেট্রোর ক্ষেত্রেও খাটবে একই নিয়ম। তবে বিধিনিষেধ অনুযায়ী রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত জারি থাকবে যান ও লোকজন চলাচলে বিধিনিষেধ। সেকথা মাথায় রেখে মেট্রো রেলের শেষ ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনল মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো রেলের দেওয়া বিবৃতি অনুযায়ী আগে মেট্রোর শেষ ট্রেন ছাড়ত রাত সাড়ে নটায়। এবার বদল হচ্ছে সেই টাইমিংয়ের। এখন থেকে দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। তবে ওই দুই স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ার সময়সূচি অপরিবর্তিতই থাকছে।

রেলের ওই বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে রোজ ২৭৬টি ট্রেনের পরিবর্তে চালানো হবে ২৭০টি ট্রেন।

প্রথম ট্রেনের সময়

##  সকাল ৭টা। দমদম থেকে দক্ষিণেশ্বর(অপরিবর্তিত)

##  সকাল ৭টা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর(অপরিবর্তিত)

## সকাল ৭টা। দমদম থেকে কবি সুভাষ(অপরিবর্তিত)

## সকাল ৭টা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ(অপরিবর্তিত)

শেষ ট্রেনের সময়

## রাত ৮টা ৪৮ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ(আগে ছিল রাত ৯টা ১৮ মিনিট)

## রাত ৯টা। দমদম থেকে কবি সুভাষ(আগে ছিল রাত ৯টা ৩০ মিনিট)

## রাত ৯টা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর(আগে ছিল ৯টা ৩০ মিনিট) 

আরও পড়ুন-মালখানায় ঘাপটি মেরে ছিল গোখরো, চোখে পড়তেই হুলুস্থুল আদালত চত্বর

উল্লেখ্য, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে টোকেন বন্ধ করা হবে। কেবলমাত্র স্মার্টকার্ডের মাধ্যমে মেট্রোয় চড়তে পারবেন যাত্রীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে গত ২৫ নভেম্বর থেকে কলকাতা মেট্রোয় শুরু হয় টোকেনের ব্যবহার। এবার ফের তা উঠল।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.