রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ ৪৫ মিনিটেই, আকাশের কসরতে মন জিতল বায়ুসেনা

রাজ্যে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হল রেড রোডে। বর্ণাঢ্য অনুষ্ঠানে অভিবাদন নেন রাজ্যপাল এম কে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবারের থেকে এবারের অনুষ্ঠান অনেকটাই বর্ণহীন। মাত্র ৪৫ মিনিটেই শেষ হয় অনুষ্ঠান।

Updated By: Jan 26, 2014, 08:42 PM IST

রাজ্যে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হল রেড রোডে। বর্ণাঢ্য অনুষ্ঠানে অভিবাদন নেন রাজ্যপাল এম কে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবারের থেকে এবারের অনুষ্ঠান অনেকটাই বর্ণহীন। মাত্র ৪৫ মিনিটেই শেষ হয় অনুষ্ঠান।

সকাল দশটায় রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল এমকে নারায়ণন। অভিবাদন নেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী । সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে তুলে ধরা হয় একাধিক ট্যাবলোয়।

সকাল থেকেই এই কুচকাওয়াজ দেখতে জমায়েত হয় প্রচুর মানুষের। পতাকা নিয়ে হাজির ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ছিল সেনা বাহিনীর সুসজ্জিত ট্যাবলো ও সমরাস্ত্র । আকাশে কসরত দেখায় বায়ুসেনা। নৌসেনার তরফেও ছিল একাধিক ট্যবলো।

তবুও এবার অনুষ্ঠান ছিল খানিকটা ফিকে। অন্যান্যবার দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান হলেও এবার মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই শেষ হয়ে যায় রেড রোডের মূল অনুষ্ঠান। বেহালায় পূর্ব রেলের স্টেডিয়ামেও হয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। ছিলেন এজিএম ডি কে প্যাটেল। খিদিরপুরে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে পঁয়ষট্টিতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার সি রাধেশ্যাম ।

.