জিডি বিড়লা স্কুলে যৌন নিগ্রহের ঘটনায় হাইকোর্টে মামলা, স্কুলের সামনে অবস্থানে রূপা

চার বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনায় প্রিন্সিপালের গ্রেফতারির দাবিতে পুলিসকে চরম সময়সমীমা বেঁধে দিল অভিভাবক ফোরাম। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে প্রিন্সিপাল গ্রেফতার না-হলে মঙ্গলবার লালবাজার অভিযান করবেন তাঁরা। 

Updated By: Dec 4, 2017, 12:54 PM IST
জিডি বিড়লা স্কুলে যৌন নিগ্রহের ঘটনায় হাইকোর্টে মামলা, স্কুলের সামনে অবস্থানে রূপা

নিজস্ব প্রতিনিধি:  জিডি বিড়লা স্কুলে শিশুর যৌন নিগ্রহের ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি। মামলাটি প্রধান বিচারপতি গ্রহণ করেছেন বলে আদালত সূত্রে খবর। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি-সহ স্কুলে ছাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত করতে একটি নজরদারি কমিটি গঠন করার আবেদন জানিয়েছেন আবেদনকারী। 

আরও পড়ুন: পরীক্ষা চলাকালীন কেন ঝোলানো হল তালা? ফের বিক্ষোভ জি ডি বিড়লা স্কুলে
ওদিকে চার বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনায় প্রিন্সিপালের গ্রেফতারির দাবিতে পুলিসকে চরম সময়সমীমা বেঁধে দিল অভিভাবক ফোরাম। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে প্রিন্সিপাল গ্রেফতার না-হলে মঙ্গলবার লালবাজার অভিযান করবেন তাঁরা। 

আরও পড়ুন: ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ চিকিত্সকের
সোমবার সকালে যখন স্কুল খোলার দাবিতে উত্তাল রানিকুঠির জিডি বিড়লা স্কুল চত্বর তখন সেখানে যান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। স্কুলের গেটে পৌঁছানোর আগেই অভিভাবকদের বিক্ষোভের মুখ পড়েন তিনি। অভিভাবকদের দাবি, শিক্ষাঙ্গণে রাজনীতি চান না তাঁরা। তাই কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে কথা বলতে রাজি নন তাঁরা। বিক্ষোভের মুখে অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাতে থাকেন রূপা। ছাত্রীদের মায়েদের সঙ্গে কথা বলতে চান তিনি। বিকাল ৪টা পর্যন্ত স্কুলের সামনেই তিনি অবস্থান করবেন বলে জানিয়ে দেন রূপা। রাজ্যসভার সাংসদের দাবি, 'আমি রাজনীতি করতে আসিনি।'   এদিকে, জিডি বিড়লা স্কুলের সমাধান সূত্রের ইঙ্গিত মিলছে। মঙ্গলবার স্কলেই হবে অভিভাবক-কর্তৃপক্ষ বৈঠক। শিক্ষা দফতরের প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন।

.