বামফ্রন্ট ছাড়ল ডেমোক্র্যাটিক সোশ্যালিসিস্ট পার্টি

Updated By: Jul 30, 2017, 08:28 PM IST
 বামফ্রন্ট ছাড়ল ডেমোক্র্যাটিক সোশ্যালিসিস্ট পার্টি

ওয়েব ডেস্ক: বামফ্রন্ট ছাড়ল ডেমোক্র্যাটিক সোশ্যালিসিস্ট পার্টি। আজ শহরে DSP-র রাজ্য কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত। বামফ্রন্টের চেয়ারম্যানের কাছে ফ্রন্ট ছাড়ার চিঠি পাঠিয়ে দিয়েছে DSP। কেন এমন? নানা বিষয়ে মতানৈক্যের কারণেই এই সিদ্ধান্ত বলে DSP সূত্রে খবর। তবে কোনও সংঘাত নয়, বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ বলে দাবি ডেমোক্র্যাটিক সোশ্যালিসিস্ট পার্টির রাজ্য সম্পাদক প্রবোধ সিনহার।

জাতীয় স্তরে JDS-এর সঙ্গে কাজ করার বিষয় নিয়ে তাঁর সঙ্গে প্রবোধবাবুর আগে কথা হয় বলে জানান বিমান বসু। তবে, DSP-র বামফ্রন্ট ছাড়ার বিষয়টি তিনি জানেন না। দাবি বামফ্রন্ট চেয়ারম্যানের।

সোনাগাছির উলটো দিকে সারা রাত পড়ে রইল এক ব্যক্তির দেহ

.