ক্লাসরুমে 'সমকামিতা'! বিতর্কে উত্তাল কলকাতার নামী গার্লস স্কুল
স্কুল জোর করে মুচলেকা লিখিয়ে নিয়েছে বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন : প্রথমে স্কুলছাত্রীদের মধ্যে 'সমকামিতা'র অভিযোগ, তারপর অভিযুক্ত ছাত্রীদের দিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ, সবমিলিয়ে বুধবারও উত্তপ্ত কমলা গার্লস।
উল্লেখ্য, নবম শ্রেণির এক ছাত্রীর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সোমবার। প্রধান শিক্ষিকাকে লেখা এক চিঠিতে ওই ছাত্রী অভিযোগ করে, তার কয়েকজন সহপাঠী ক্লাসের মধ্যে 'আপত্তিকরভাবে' পাশাপাশি বসে থাকে। ক্লাসের মধ্যে বসেই ওই ৬-৭ জন ছাত্রী 'আপত্তিকর' কাজকর্ম করে। প্রায় প্রতিদিনই এধরনের ঘটনা ঘটে বলে চিঠিতে অভিযোগ জানায় ওই ছাত্রী।
আরও পড়ুন, "বিনাশকালে বুদ্ধিনাশ শোভনবাবুর, পারিবারিক বন্ধু নয় বৈশাখী", অকপট রত্না
এই খবর সামনে আসার পরই তোলপাড় পড়ে যায় সব মহলে। স্কুল ভিতরে কী চলছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে 'চাপে পড়ে' অভিযুক্ত ছাত্রীদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেয় স্কুল। অভিযোগ, স্কুলের স্ট্যাম্প দেওয়া কাগজে জোর করে ওই ছাত্রীদের দিয়ে তারা 'লেসবিয়ান' বলে লিখিয়ে নেওয়া হয়। এই মুচলেকাকে ঘিরেই এরপর শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন, আমি আর তোদের নেতা নই : শোভন
যদিও মুচলেকা লিখিয়ে নেওয়ার প্রসঙ্গ একেবারেই খারিজ করে দিয়েছেন প্রধানশিক্ষিকা শিখা সরকার। তিনি সাফ বলেন, "এটা একেবারে মিথ্যা অভিযোগ। ছাত্রীরা কিছু দুষ্টুমি করেছিল, তারজন্য অভিভাবক বৈঠক ডাকা হয়। এটা স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার। স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
Its a false allegation. We've not made any video. Students did something naughty for which guardian meeting was held. Internal matters have been escalated to authorities: Sika Sarkar,Headmistress, Kamala Girls'school on students allegedly made to write they are lesbians #Kolkata pic.twitter.com/ockgGfDVAk
— ANI (@ANI) March 14, 2018
তবে অভিযুক্ত এক ছাত্রীর বাবার সাফ দাবি, স্কুলকর্মীর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে ধামাচাপা দিতেই এটা করা হয়েছে। ১৩ বছরের কিশোরী 'লেসবিয়ান' কথার অর্থ-ই জানে না। স্কুল জোর করেই তাদেরকে দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছে।
13-year old doesn't know meaning of lesbian. Those who wrote it were forced to do so by school. This is being done to suppress molestation case on one of their employees: Victim's father on students allegedly made to write they are lesbians by Kamala Girls' school #Kolkata pic.twitter.com/ZweRv6yfkw
— ANI (@ANI) March 14, 2018
আরও পড়ুন, কুপ্রস্তাবে 'না', হোয়াটসঅ্যাপে ছড়ানো হল ছাত্রীর ভুয়ো অশালীন ছবি