দমদমে নাশকতার চেষ্টা

উত্সবের দিন দমদমের মতো জনবহুল এলাকায় নাশকতার চেষ্টা। এমনটাই আশঙ্কা সিআইডি-র। আজ সকাল আটটা নাগাদ দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা।

Updated By: Oct 6, 2011, 04:13 PM IST

এলাকায় নাশকতার চেষ্টা। এমনটাই আশঙ্কা সিআইডি-র। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা। এরপরেই গোটা চত্বর ঘিরে ফেলে নিত্যযাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগদুটি থেকে অত্যাধুনিক বিস্ফোরক উদ্ধার করে সিআইডির বম্ব স্কোয়াড। পুলিসসূত্রে জানা গেছে, উদ্ধার করা ব্যাগ দুটিতে কম তীব্রতার বিস্ফোরক ছিল। তবে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বিস্ফোরণ ঘটানোর জন্য একটি আইইডি অর্থাত্ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও লাগানো ছিল ব্যাগে।  ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। অন্যদিকে এদিনই দুপুরে ফের দমদমের দেবীনিবাস রোড এলাকা থেকে উদ্ধার করা হয় সন্দেহজনকএকটি প্যাকেট। একটি বহুতলের নীচে প্যাকেটটি পড়ে থাকতে দেখে দমদম থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তরল পদার্থে ভর্তি এই  প্যাকেটটি উদ্ধার করে বম্ব স্কোয়াড। তরল পদার্থটি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্যাকেটটিতে তরল বিস্ফোরক থাকতে পারে বলেই বম্ব স্কোয়াডের প্রাথমিক সন্দেহ। তবে বৃহস্পতিবার সকালে দমদম স্টেশনের এবং বেলায় দেবীনিবাস রোডের, এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলেও সন্দেহ সিআইডির। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।

Tags:
.