LIVE: মইদুলের শরীরে অভ্যন্তরীণ আঘাত নেই, জানাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

Last Updated: Monday, February 15, 2021 - 20:22
LIVE: মইদুলের শরীরে অভ্যন্তরীণ আঘাত নেই, জানাল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

15 February 2021, 20:15 PM

ডিওয়াইএফআই দফতরে মইদুল ইসলামকে শেষশ্রদ্ধা।

   

15 February 2021, 20:15 PM

ফুয়াদ হালিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। 

15 February 2021, 20:15 PM

কেন সরকারি হাসপাতালে ভর্তি করা হল না মইদুলকে? গতকাল ৪টে নাগাদ মইদুলের বিষয়ে জানানো হয়েছে পুলিসকে। 

15 February 2021, 20:15 PM

পুলিসি তদন্তে উঠে আসছে একাধিক প্রশ্ন। আজ, সোমবার সকাল ৭টা নাগাদ মৃত্যু হয় মইদুল ইসলামের। 

১৪ ফেব্রয়ারি রাত ২টো নাগাদ লাইফ লাইন নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। ১১ ফেব্রুয়ারি নবান্নে অভিযানে আহত হয়েছিলেন মইদুল ইসলাম। তাঁকে ভর্তি করা হয়েছিল একটি ক্লিনিকে। 

১১  থেকে ১৩ ফেব্রুয়ারি কোথায় ভর্তি ছিলেন? কীভাবে চিকিৎসা হয়েছিল?  সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। 

15 February 2021, 20:15 PM

মইদুল ইসলাম মিদ্যার দেহের অভ্যন্তরীণ অঙ্গে আঘাতের চিহ্ন মেলেনি। হাঁটুতে চোট ছিল। এমনটাই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ভিসেরা রিপোর্ট আসলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

15 February 2021, 19:15 PM

15 February 2021, 19:15 PM

মইদুল ইসলাম মিদ্যার দেহ নিয়ে যাওয়া হচ্ছে ডিওয়াইএফআই দফতরে। সেখানে শেষশ্রদ্ধা জানানো হবে তাঁকে। 

 

15 February 2021, 17:00 PM

মুখ্যমন্ত্রী এদিন বলেন, " যেকোনও মৃত্যুই দুঃখজনক। সুজন চক্রবর্তীর সঙ্গে ফোন করে সকালে কথা হয়েছে। তিন দিন আগে হাসপাতালে ভর্তি করা হল কিন্তু পরিবার ও পুলিসকে কেন জানান হল না। পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা"। 

15 February 2021, 16:45 PM

পুলিস- DYFI ধস্তাধস্তি। পুলিসকে বেধড়ক মার বাম যুবকর্মীদের। কোনও রকমে প্রাণ বাঁচাতে নিকটবর্তী রেঁস্তোরাতে আশ্রয় নেন পুলিস। পুলিসে জামা ছিঁড়ে যায়। রক্তাক্ত অন ডিউটি পুলিস। সেখান থেকে পুলিসকে বের করার দাবি জানাচ্ছেন বাম যুব সংগঠনের কর্মীরা।  

15 February 2021, 13:15 PM

১০ সংগঠনের আন্দোলনের ডাক বামেদের। বিক্ষোভের পরিকল্পনা  DYFI কর্মীদের। ইতিমধ্যে তাঁর আঁচ পাওয়া যাচ্ছে মর্গের সামনে।

15 February 2021, 13:15 PM

মৃত DYFI কর্মী ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে। ময়নাতদন্ত করবেন ৩ চিকিৎসক। ওসি হোমিসাইড থাকবে। ইতিমধ্যে এসে পৌঁছান মইদুলের ভাই। 

 

15 February 2021, 13:00 PM

DYFI কর্মীদের বিক্ষোভ মর্গের সামনে।

15 February 2021, 13:00 PM

মৃত DYFI কর্মী ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে। ময়নাতদন্ত করবেন ৩ চিকিৎসক। ওসি হোমিসাইড থাকবে। 

15 February 2021, 12:45 PM

নৃশংস ভাবে খুন করা হল বাম কর্মী মইদুলকে : আব্দুল মান্নান

 
 

15 February 2021, 12:45 PM

এই  মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসন দায়ী...বর্বরোচিত ঘটনা। ধিক্কার : অধীর চৌধুরি

 

15 February 2021, 12:30 PM

কোতুলপুরের বাড়িতে কান্নার রোল। টোটো অটো  চালিয়ে যা রোজগার হত তাই দিয়েই চলত সংসার। বাড়ির একমাত্র ছেলে মইদুল। স্ত্রী, তিন বউ ও বিধবা মাকে নিয়ে থাকতেন মইদুল। 

 

15 February 2021, 12:30 PM

সুজন চক্রবর্তী বলেন, "এটা একটা খুন। বাঁকুড়া গ্রামের ছেলে চাকরি চাইতে এসেছিলেন। বুকে-পিঠে- ঘিরে মেরেছে। সরকার তার ইতরতার সীমা ছাড়িয়েছে। খুনি সরকার। মানুষের কথা শোনার মতো কোনও সুযোগই রাখে না এই সরকার"। 

আরও পড়ুন: BIG BREAKING: নবান্ন অভিযানে 'আহত' DYFI যুব নেতার মৃত্যু

15 February 2021, 12:30 PM

মৃ্ত্যুর খবর পেয়ে DYFI নেতা কলতন দাশগুপ্ত বলেন, "জালিয়ান ওয়ালাবাগের মতো ঘটনা। চাকরি চাইতে গিয়ে কলকাতার রাস্তায় খুন হতে হয়েছে প্রশাসনের হাতে"।

15 February 2021, 12:30 PM

নবান্ন অভিযানে আহত যুব নেতা DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু। সোমবার সকালে এক নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩১।  নবান্ন অভিযানে পুলিসের লাঠিচার্জে গুরুতর জখম হন বলে অভিযোগ উঠেছিল বাম সংগঠনের তরফে। নার্সিংহোম সূত্রে জানা যাচ্ছে, পুলিসের লাঠির আঘাতে প্রস্রাব দিয়ে রক্ত বের হয়ে যায় সেদিন। লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মইদুল ইসলাম মিদ্যা। এরপর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে।