হঠাত্ আগুন এম ভি হর্ষবর্ধনে

আগুন লাগলো জাহাজ এম ভি হর্ষবর্ধনে। মেরামতির কাজ চলাকালীন এদিন আচমকাই আগুন লেগে যায় ৩৭ বছরের পুরনো জাহাজটিতে। বেশ কিছুদিন ধরেই খিদিরপুর ডকে জাহাজটি রয়েছে। সোমবার জাহাজ থেকে ধোঁয়া বেরোতে দেখে খবর দেওয়া হয় দমকলে।

Updated By: May 15, 2012, 09:30 PM IST

আগুন লাগলো জাহাজ এম ভি হর্ষবর্ধনে। মেরামতির কাজ চলাকালীন এদিন আচমকাই আগুন লেগে যায় ৩৭ বছরের পুরনো জাহাজটিতে। বেশ কিছুদিন ধরেই খিদিরপুর ডকে জাহাজটি রয়েছে। সোমবার জাহাজ থেকে ধোঁয়া বেরোতে দেখে খবর দেওয়া হয় দমকলে। আগুন আয়ত্তে আনতে দমকলের সঙ্গে হাত লাগায় বন্দরের নিজস্ব দমকলবাহিনী। অবশেষে ৬ টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি।

.