আজ মহাষ্টমী, দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় দিন

আজ মহাষ্টমী। দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় দিন। সকাল সকাল স্নান সেরে পুষ্পাঞ্জলি, দুপুরে খিচুড়ি ভোগ আর তারপর প্রতিদিনের মতো, প্যান্ডেলে ঘোরার রোডম্যাপ তৈরি করে বেরিয়ে পড়া। মোটামুটি অষ্টমীর প্ল্যান তৈরি বাঙালির। সপ্তমীর দুপুরে উত্সেবের মেজাজে জল ঢেলেছে বৃষ্টি। তবু মেঘাসুরকে হারিয়ে সন্ধেয়  রাস্তায় নেমেছেন মানুষ।

Updated By: Oct 9, 2016, 09:36 AM IST
 আজ মহাষ্টমী, দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় দিন

ওয়েব ডেস্ক: আজ মহাষ্টমী। দুর্গাপুজোর সবচেয়ে আকর্ষণীয় দিন। সকাল সকাল স্নান সেরে পুষ্পাঞ্জলি, দুপুরে খিচুড়ি ভোগ আর তারপর প্রতিদিনের মতো, প্যান্ডেলে ঘোরার রোডম্যাপ তৈরি করে বেরিয়ে পড়া। মোটামুটি অষ্টমীর প্ল্যান তৈরি বাঙালির। সপ্তমীর দুপুরে উত্সেবের মেজাজে জল ঢেলেছে বৃষ্টি। তবু মেঘাসুরকে হারিয়ে সন্ধেয়  রাস্তায় নেমেছেন মানুষ।

আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়

অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার এফেক্ট যে খুব একটা পড়বে না, রাস্তায় নামা জনতার মেজাজেই তা স্পষ্ট। তাই সকাল থেকেই একেবারে পুজোর মেজাজে বাঙালি। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মণ্ডপে অঞ্জলির জন্য আয়োজন। চলছে মন্ত্রপাঠ।

আরও পড়ুন  পিতৃহারা হলেন রুদ্রনীল ঘোষ

.