নেতাজিনগর বৃদ্ধা খুনের কিনারা করল পুলিস

নেতাজিনগর বৃদ্ধা খুনের কিনারা করল পুলিস। ১৬ ই জুন খুনের ঘটনাটি ঘটে। দক্ষিণ কলকাতার নেতাজিনগরে জাজিমে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় গৌরী সেনের দেহ। বাড়ির পেছনের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। পাশের ২টি বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় দু'জনকে গ্রেফতার করে পুলিস। তাদের জেরা করেই আজ ভোর রাতে চুন্নু ও মামন নামে আরও দু'জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিস।  লুঠের উদ্দেশ্যেই খুন, জেরায় স্বীকার করেছে দুই দুষ্কৃতী। এর আগেও একাধিক লুঠের ঘটনায় পুলিসের খাতায় নাম রয়েছে এই দুই দুষ্কৃতীর।

Updated By: Jul 2, 2017, 11:51 AM IST
নেতাজিনগর বৃদ্ধা খুনের কিনারা করল পুলিস
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : নেতাজিনগর বৃদ্ধা খুনের কিনারা করল পুলিস। ১৬ ই জুন খুনের ঘটনাটি ঘটে। দক্ষিণ কলকাতার নেতাজিনগরে জাজিমে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় গৌরী সেনের দেহ। বাড়ির পেছনের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। পাশের ২টি বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় দু'জনকে গ্রেফতার করে পুলিস। তাদের জেরা করেই আজ ভোর রাতে চুন্নু ও মামন নামে আরও দু'জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিস।  লুঠের উদ্দেশ্যেই খুন, জেরায় স্বীকার করেছে দুই দুষ্কৃতী। এর আগেও একাধিক লুঠের ঘটনায় পুলিসের খাতায় নাম রয়েছে এই দুই দুষ্কৃতীর।

আরও পড়ুন- সোনাগাছিতে যৌন কর্মী খুনের ঘটনায় গ্রেফতার যুবক!

.