সিবিআইকে সামনে রেখে বিজেপিকে কড়া আক্রমণে মমতা

বিহার ভোটের পর ম-ম গন্ধ একটু কম। ফের সারদা নিয়ে শুরু হয়েছে নাড়াচাড়া। আর ঠিক তখনই সিবিআইকে সামনে রেখে বিজেপিকে কড়া আক্রমণে মমতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়তে গিয়ে জড়িয়ে ফেললেন নিজেকেও। শহিদ মিনারে জমিয়তের সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অসহিষ্ণুতা নিয়ে বিজেপির সমালোচনা করতে করতে হঠাতই তাঁর মুখে সারদায় সিবিআই।

Updated By: Nov 26, 2015, 05:48 PM IST
সিবিআইকে সামনে রেখে বিজেপিকে কড়া আক্রমণে মমতা

ওয়েব ডেস্ক: বিহার ভোটের পর ম-ম গন্ধ একটু কম। ফের সারদা নিয়ে শুরু হয়েছে নাড়াচাড়া। আর ঠিক তখনই সিবিআইকে সামনে রেখে বিজেপিকে কড়া আক্রমণে মমতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়তে গিয়ে জড়িয়ে ফেললেন নিজেকেও। শহিদ মিনারে জমিয়তের সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অসহিষ্ণুতা নিয়ে বিজেপির সমালোচনা করতে করতে হঠাতই তাঁর মুখে সারদায় সিবিআই।
বিরোধী নেত্রী হিসাবে কথায় কথায় সিবিআই চাইতেন। সারদা তদন্ত শুরু হওয়ার পর সেই সিবিআইয়ের বিরুদ্ধেই সুর চড়ান মমতা। মাঝে
কিছুদিন চুপচাপ ছিলেন। সাময়িক নীরবতা ভেঙে এ দিন যা বললেন, তা আগে খুব বেশি শোনা যায়নি তাঁর গলায়।
মদন মিত্র গ্রেফতার হওয়ার কিছুদিন পরই মোদী-মমতার কাছাকাছি আসা রাজনৈতিক মহলের চোখ এড়ায়নি। বিহারে বিজেপির হারের পর ম-ম গন্ধটা বাইরে থেকে এখন আর সেভাবে পাওয়া যাচ্ছে না। সারদা নিয়ে আবার সক্রিয় হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
সারদার পর এ বার রোজভ্যালি তদন্তেও মদন মিত্রকে ওড়িশা নিয়ে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই।
সারদা তদন্তে তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডাকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আবার নড়েচড়ে বসতেই কি ভঙ্গ হল যুদ্ধবিরতি?
মদন মিত্রর গ্রেফতারের পর কলকাতার রাস্তায় আমরা চোর লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে তৃণমূল। বৃহস্পতিবার, নিজের জেলে যাওয়ার কথা তুলে সিবিআইকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী।
সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর এই হুঙ্কার তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

.