লোকসভা ভোটের প্রার্থী তালিকায় তৃণমূলের শেষ তুলির টান

বাদ পড়ছেন পাঁচ সাংসদ। টিকিট অনিশ্চিত চার সাংসদের। কেন্দ্র বদলে যেতে পারে চার সাংসদের। আবার টিকিট জুটতে পারে বেশ কয়েকজন নতুন প্রার্থীর কপালে। লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় চলছে শেষ তুলির টান।

Updated By: Feb 22, 2014, 03:54 PM IST

বাদ পড়ছেন পাঁচ সাংসদ। টিকিট অনিশ্চিত চার সাংসদের। কেন্দ্র বদলে যেতে পারে চার সাংসদের। আবার টিকিট জুটতে পারে বেশ কয়েকজন নতুন প্রার্থীর কপালে। লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় চলছে শেষ তুলির টান।

এখনও পর্যন্ত জোটের গল্প নেই। তাই তৃণমূল, কংগ্রেস, বিজেপি,সকলের খাতাতেই বিয়াল্লিশজন প্রার্থীর নামই। বিধানসভা নির্বাচনে মত এবারও অন্য পেশার মানুষদের প্রার্থী করে চমক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন কারা? তার আগে দেখে নেওয়া যাক যাচ্ছেন কারা?

এবার বাদ
যাদবপুরের কবীর সুমন
বনগাঁর গোবিন্দ নস্কর
বসিরহাটের হাজি নুরুল ইসলাম
মথুরাপুরের চৌধুরীমোহন জাটুয়া

কয়েকজনের টিকিট না পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

যাঁদের নিয়ে টানাপোড়েন

বীরভূমের শতাব্দী রায়
কৃষ্ণনগরের তাপস পাল
বারাকপুরের দীনেশ ত্রিবেদী
কাঁথির শিশির অধিকারী

বদল হতে পারে বেশ কয়েকজন সাংসদের কেন্দ্রও। যেমন, তমলুক থেকে সরিয়ে শুভেন্দু অধিকারীকে তাঁর বাবার আসন কাঁথিতে প্রার্থী করতে চায় তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক। যদিও শুভেন্দু অধিকারী নিজে রাজি নয়।

বদল হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুগলির শ্রীরামপুর আসনও। আলোচনায় রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের বারাসতের আসনও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরেই তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্ভবত দাঁড়াচ্ছেন যাদবপুর থেকেই।

এছাড়াও যাঁদের নাম নিয়ে আলোচনা চলছে তাঁরা হলেন,
বসিরহাটে অনিন্দিতা কাজী
বারাকপুর অথবা ডায়মন্ড হারবারে দেবী ঘোষাল
বনগাঁয় মঞ্জুলকৃষ্ণ ঠাকুর
বীরভূমে লকেট চৌধুরী
কোচবিহারে হীতেন বর্মণ
মথুরাপুরে চিত্তরঞ্জন মণ্ডল
পুরুলিয়ায় কেপি সিং দেও
আসানসোলে মলয় ঘটক
বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ

এছাড়া দলত্যাগী দুই আর এস পি বিধায়ক, দশরথ তিরকে এবং আনন্দ দেব বর্মণ প্রার্থী হতে পারেন।(সবটাই এখনও আলোচনার স্তরে। নামজাদা কাউকে ভাঙিয়ে আনা গেলে তাঁর জন্যও রাখা থাকছে আসন। কথা চলছে বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও। আর শেষ মুহূর্তে জোট হলে বদলে যাবে সব তালিকাই।)

.