RBI-র বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন মমতা ব্যানার্জি

মাস পয়লার ভোগান্তি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাসহ গোটা দেশে থেকে নোটের আকালের খবর আসছে। বেতনভোগীরা দৈনন্দিন প্রয়োজনে নিজেদের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। সংগঠিত ক্ষেত্রেই যদি এত সমস্যা হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে হালটা আরও ভয়ানক। ঘোষণা আর প্রতিশ্রুতির পরেও RBI বেশ কিছু রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ দেয়নি।

Updated By: Dec 1, 2016, 05:34 PM IST
RBI-র বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক : মাস পয়লার ভোগান্তি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাসহ গোটা দেশে থেকে নোটের আকালের খবর আসছে। বেতনভোগীরা দৈনন্দিন প্রয়োজনে নিজেদের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। সংগঠিত ক্ষেত্রেই যদি এত সমস্যা হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে হালটা আরও ভয়ানক। ঘোষণা আর প্রতিশ্রুতির পরেও RBI বেশ কিছু রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ দেয়নি।

৮ নভেম্বর মোদী নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই তার কড়া সমালোচনা করেন মমতা ব্যানার্জি। অ-বিজেপি দলগুলিকে নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দেন তিনি।

আরও পড়ুন, নাম না করেই এবার নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

.