RBI-র বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন মমতা ব্যানার্জি
মাস পয়লার ভোগান্তি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাসহ গোটা দেশে থেকে নোটের আকালের খবর আসছে। বেতনভোগীরা দৈনন্দিন প্রয়োজনে নিজেদের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। সংগঠিত ক্ষেত্রেই যদি এত সমস্যা হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে হালটা আরও ভয়ানক। ঘোষণা আর প্রতিশ্রুতির পরেও RBI বেশ কিছু রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ দেয়নি।
ওয়েব ডেস্ক : মাস পয়লার ভোগান্তি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাসহ গোটা দেশে থেকে নোটের আকালের খবর আসছে। বেতনভোগীরা দৈনন্দিন প্রয়োজনে নিজেদের টাকাই ব্যাঙ্ক থেকে তুলতে পারছেন না। সংগঠিত ক্ষেত্রেই যদি এত সমস্যা হয়, তাহলে অসংগঠিত ক্ষেত্রে হালটা আরও ভয়ানক। ঘোষণা আর প্রতিশ্রুতির পরেও RBI বেশ কিছু রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ দেয়নি।
Reports are coming in from different parts of the country, including Bengal, that currency notes are not available 1/4
— Mamata Banerjee (@MamataOfficial) December 1, 2016
The salaried class people are not getting their own money from banks for their livelihood 2/4
— Mamata Banerjee (@MamataOfficial) December 1, 2016
Even RBI has not given many State Govts critically necessary funds despite announcements & promises 4/4
— Mamata Banerjee (@MamataOfficial) December 1, 2016
Rs 500/Rs 100 & smaller currency notes not seen in Bengal and many parts of the country.They have become a rare commodity 1/4
— Mamata Banerjee (@MamataOfficial) December 1, 2016
There is total discrimination in disbursement of cash between States. 3/4
— Mamata Banerjee (@MamataOfficial) December 1, 2016
৮ নভেম্বর মোদী নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই তার কড়া সমালোচনা করেন মমতা ব্যানার্জি। অ-বিজেপি দলগুলিকে নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দেন তিনি।
আরও পড়ুন, নাম না করেই এবার নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়