কেমন দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সিগনেচার'?

আজ 'লাল রাস্তা' (রেড রোড) রঙ বদলে মিশে গিয়েছে আকাশের রঙে। সাদা নীলের মিশ্রণ আজ কেবল আকাশেই নয়। রেড রোড থেকে নবান্ন- সামনে 'হাওয়াই চটি'র দিদি আর পিছনে জনস্রোত। "আমি মমতা ব্যানার্জি..." এই বলেই শপথ শুরু, আর শেষ হল সিগনেচারে। 

Updated By: May 27, 2016, 02:05 PM IST
কেমন দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সিগনেচার'?

ওয়েব ডেস্ক: আজ 'লাল রাস্তা' (রেড রোড) রঙ বদলে মিশে গিয়েছে আকাশের রঙে। সাদা নীলের মিশ্রণ আজ কেবল আকাশেই নয়। রেড রোড থেকে নবান্ন- সামনে 'হাওয়াই চটি'র দিদি আর পিছনে জনস্রোত। "আমি মমতা ব্যানার্জি..." এই বলেই শপথ শুরু, আর শেষ হল সিগনেচারে। 

শপথের ছবিটা বড় বড় করে টেলিভিশনের স্ক্রিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন, সেটা মিস হলেও ক্ষতি নেই, সারাদিন ধরেই টেলিভিশন দাপাবে এই ছবি। এটাও মিস হলে অপেক্ষা করতে হবে কিছু ঘণ্টা, 'রাতি পোহাইলেই' খবরের কাগজগুলো জুড়ে থাকবে এই ছবি-মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও ৪২ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিলেন। কিন্তু যে ছবি একেবারে বিরল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার। কখনও দেখেছেন? না নেট থেকে ডাউনলোড নয়, একেবারে এক্সক্লুসিভ। এই সেই স্বাক্ষর- 

ছবি-অশোক মজুমদার 

.