ভোটে না জিতেও হওয়া যাবে মেয়র বা চেয়ারম্যান, আসতে চলেছে নয়া আইন

প্রসঙ্গত, কলকাতা পুরসভার পুর আইনে সংশোধনী আনা হয়েছিল। সেই সংশোধনীর ফলেই মেয়র হন ফিরহাদ হাকিম। এবার রাজ্যের পুর আইনে সেই সংশোধনী আনা হচ্ছে। ফলে ভোটে না জিতেও পুরসভায় চেয়ারম্যান হওয়া যাবে।

Updated By: Jun 26, 2019, 11:37 AM IST
ভোটে না জিতেও হওয়া যাবে মেয়র বা চেয়ারম্যান, আসতে চলেছে নয়া আইন

নিজস্ব প্রতিবেদন:  ভোটে না জিতেও হওয়া যাবে মেয়র বা চেয়ারম্যান। কলকাতা পুরসভার পথ ধরে আসতে চলেছে আইন।

 

প্রসঙ্গত, কলকাতা পুরসভার পুর আইনে সংশোধনী আনা হয়েছিল। সেই সংশোধনীর ফলেই মেয়র হন ফিরহাদ হাকিম। এবার রাজ্যের পুর আইনে সেই সংশোধনী আনা হচ্ছে। ফলে ভোটে না জিতেও পুরসভায় চেয়ারম্যান হওয়া যাবে।

খিদিরপুরে জাহাজঘাটের বাসকিউল ব্রিজে বিপত্তি, বন্দর এলাকায় যানজট

 যখন কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিমকে মেয়র করা হয়, তখন কিছু সংশোধনী আনা হয়। যাতে বলা হয়, জিতে না আসলেও তাঁকে মেয়র করা হবে। পরে ৮২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে জয়ী হয়ে মেয়র হওয়ার শর্ত পূরণ করেন ফিরহাদ হাকিম।  কলকাতা কর্পোরেশনে যে সংশোধনী আনা হয়েছিল, তা এবার গোটা রাজ্যে লাগু হতে চলেছে।  গোটা  রাজ্যের যে কোনও পুরসভা বা কর্পোরেশনে ভোটে না জিতেও যে কেউ মেয়র বা চেয়ারম্যান হতে পারবেন। তাঁকে ৬ মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে।

অর্থাত্ ফিরহাদ হাকিম যে ভাবে কলকাতা পুরসভার মেয়র হয়েছিলেন, সেই পদ্ধতিই এবার গোটা রাজ্যের পুরসভা বা কর্পোরেশনের ক্ষেত্রে লাগু হতে চলেছে।  বিধানসভার এই অধিবেশনেই এই বিল আসতে চলেছে বলে খবর।

.