SSC, Firhad Hakim: 'যাঁরা অন্যায় করেছেন, তাঁরা ফল ভোগ করবেন'

এসএসসি গ্রুপ ডি-র পর গ্রুপ সি-তে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। কতজনের? ৮৪২।  তালিকায় নাম খোদ শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার।

Updated By: Mar 13, 2023, 05:54 PM IST
SSC, Firhad Hakim: 'যাঁরা অন্যায় করেছেন, তাঁরা ফল ভোগ করবেন'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'তৃণমূল কংগ্রেস একটা গঙ্গা। সেই গঙ্গায় অনেক নালাও এসে মিশেছে'। নিয়োগ দুর্নীতি নিয়ে সাফাই দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক। তিনি স্বচ্ছ, নিষ্পাপ। বাংলা মানুষকে তাঁকে বিশ্বাস'। 

আরও চাকবি বাতিল! এসএসসি গ্রুপ ডি-র পর গ্রুপ সি-তে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। কতজনের? ৮৪২। শুধু তাই নয়, তালিকায় নাম রয়েছে খোদ শিক্ষা প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতার। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকে যুব তৃণমূলের সভাপতি সামসুর রহমান। তিনি আবার রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০১৮ সাল থেকে ইটাহারের ছয়ঘরা হাই স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন তিনি। হাইকোর্টের নির্দেশে সেই চাকরি এবার খোয়ালেন সামসুর।

এদিন কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'যাঁরা অন্যায় করেছেন, তাঁরা ফল ভোগ করবেন। কিন্তু তার মানে এই নয় যে, সবাই অন্যায় করেছেন। তৃণমূল কংগ্রেস একটা গঙ্গা। সেই গঙ্গায় অনেক নালাও এসে মিশেছে'। 

আরও পড়ুন: Kunal Ghosh on Suvendu Adhikari: শুভেন্দু চাকরি দেন ১৫০ জনকে, নিয়োগ দুর্নীতি নিয়ে শিশিরপুত্রের অতীত খুঁড়লেন কুণাল

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। গ্রেফতার হয়েছেন ওই জেলায় দলের আর এক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষও।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.