তৃণমূলের জয়জয়কারের মাঝে হেরে গেলেন যেসব মন্ত্রীরা

হেরে গেলেন রাজ্যের তাবড় তাবড় আট মন্ত্রী।

Updated By: May 20, 2016, 09:51 AM IST
তৃণমূলের জয়জয়কারের মাঝে হেরে গেলেন যেসব মন্ত্রীরা

হেরে গেলেন রাজ্যের তাবড় তাবড় আট মন্ত্রী। মণীষ গুপ্ত থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, উপেন বিশ্বাস। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও।

হারলেন আব্দুল করিম চৌধুরী

ইসলামপুর থেকে জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের কাছে মন্ত্রী আব্দুল করিম চৌধুরী হারলেন ৭৭১৮ ভোটে।

 

হারলেন মণীশ

যাদবপুর কেন্দ্রে ২০১১-য় ইন্দ্রপতন ঘটেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে জিতে এসেছিলেন প্রাক্তন পুলিসকর্তা মণীষ গুপ্ত। এরপর গত পাঁচ বছর সামলেছেন বিদ্যুত্‍ দফতরের দায়িত্ব। ভোটের প্রচারেও বিদ্যুত্‍ দফতরের কাজকে তুলে ধরেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। তৃণমূলের দাবি ছিল, তাঁদের আমলে বিদ্যুতের উত্পাদন অনেকটাই বেড়েছে, কমেছে লোডশেডিং। এবারও যাদবপুরে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে ছিলেন মণীষ । তবে  সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর কাছে ১৪ হাজারেরও বেশি ভোটে হারলেন মণীশ গুপ্ত।

হারলেন চন্দ্রিমা

যে দফতরের পূর্ণমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে  চন্দ্রিমা ভট্টাচার্য। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ক্ষেত্রে ঢালাও কাজ করার চেষ্টা করে তৃণমূল সরকার। ফেয়ার প্রাইস শপ থেকে এসএনসিইউ, নতুন মেডিক্যাল কলেজ, বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা সহ নানা কাজও হয়। এরপরও হারলেন চন্দ্রিমা। দমদম উত্তর কেন্দ্রে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছে ৬ হাজার ৫৪৯ ভোটে হারলেন চন্দ্রিমা ভট্টাচার্য

হারলেন সাবিত্রী-কৃষ্ণেন্দু

 বৃহস্পতিবার ভোট গণণা শুরু হওয়ার পর থেকে রাউন্ডে রাউন্ডে পিছিয়ে পড়তে থাকেন তৃণমূলের মানিকচকের প্রার্থী সাবিত্রী মিত্র ও ইংরেজবাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দুজনই মন্ত্রী। মানিকচকে কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের কাছে ১২ হাজার ৬০৩ ভোটে হারলেন সাবিত্রী মিত্র। ইংরেজবাজারে কংগ্রেস প্রার্থী নীহার ঘোষের কাছে কাছে হার কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর।

হারলেন শ্যামাপ্রসাদ

 

সারদাকাণ্ডে নাম জড়ায় বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জির। বাঁকুড়ার দাপুটে নেতা এবার  প্রার্থী  বিষ্ণুপুর কেন্দ্রে। ভোটে হারলেন তিনিও। বিষ্ণুপুর কেন্দ্রে কংগ্রেসের তুষারকান্তি ভট্টাচার্যের কাছে মাত্র ৭৯১ ভোটে হেরেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি

 

হারলেন শঙ্কর

তৃণমূলের আরও এক মন্ত্রীর পরাজয়। বালুরঘাট কেন্দ্রে আরএসপির বিশ্বনাথ চৌধুরীর কাছে মাত্র ১ হাজার ২৯৪ ভোটে হার তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর। এছাড়াও তৃণমূলের ইন্দ্রপতনের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। জেলে থেকে কামারহাটি বিধানসভা কেন্দ্রে  লড়েছিলেন তিনি। সিপিএমের মানস মুখার্জির কাছে চার হাজার ১৯৮ ভোটে হেরে গিয়েছেন মদন।

হারলেন উপেন
বাগদা কেন্দ্র থেকে হেরে গেলেন উপেন বিশ্বাস। উপেনকে হারালেন জোটের কংগ্রেস প্রার্থী দুলাল চন্দ্র বর। উপেন হারলেন ১২ হাজারেরও বেশি ভোটে।

.