মূর্তির গলায় ব্যানার ঝুলিয়ে বিতর্ক এড়াল মহম্মদ আলি পার্ক

Updated By: Sep 23, 2017, 07:43 PM IST
মূর্তির গলায় ব্যানার ঝুলিয়ে বিতর্ক এড়াল মহম্মদ আলি পার্ক

ওয়েব ডেস্ক: রাতারাতি ড্যামেজ কন্ট্রোল। মহম্মদ আলি পার্কের দুর্গাপ্রতিমার নীচে অসুররূপী ডাক্তারের গলায় ঝোলানো হল 'ভুয়ো ডাক্তার' লেখা ব্যানার। একই সঙ্গে চিকিত্সকদের কাছে ক্ষমাও চেয়েছে পুজো কমিটি। 

আরও পড়ুন - অসুররূপী ডাক্তার, তুমুল বিতর্ক মহম্মদ আলি পার্কের মূর্তি নিয়ে

শুক্রবার ঐতিহ্যবাহী মহম্মদ আলি পার্ক পার্কের প্রতিমার ওপর থেকে পর্দা উঠতেই শুরু হয় বিতর্ক। দেখা যায় প্রতিমায় অসুরের পাশে দাঁড়িয়ে চিকিত্সক। এর পরই চরম প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্ন মহলে। প্রতিবাদে ফেটে পড়ে চিকিত্সকদের সংগঠন। বিপদ বুঝে ওই মূর্তি ভুয়ো চিকিত্সকের বলে বিতর্ক এড়ানোর চেষ্টা করে পুজো কমিটি। দায় ঠেলা হয় মৃত্শিল্পীর কোটে। জানানো হয়, মূর্তি যে ভুয়ো চিকিত্সকের তা লিখে দেওয়া হবে গায়ে। কথা মতো শনিবার দুপুরে মূর্তির গায়ে ব্যানার টাঙানো হয়। দুটি চিকিত্সকের মূর্তির ওপর লেখা হয় 'ভুয়ো ডাক্তার'। 

 

.