মন্ত্রীর মুখে লুম্পেনের সংস্কৃতি: ফিরহাদের মন্তব্যে প্রতিক্রিয়া নন্দিনীর

মহিলাকে প্রার্থীর উদ্দেশ্যে মন্ত্রীর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল সাইটে। 

Updated By: Mar 18, 2019, 05:40 PM IST
মন্ত্রীর মুখে লুম্পেনের সংস্কৃতি: ফিরহাদের মন্তব্যে প্রতিক্রিয়া নন্দিনীর

নিজস্ব প্রতিবেদন: মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় বিবৃতি প্রকাশ করে নন্দিনী জানান, 'মন্ত্রীর মুখে লুম্পেনের সংস্কৃতি। ভাবুন তাহলে রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।'

 

নন্দিনী বলেন, 'মন্ত্রী যে গানের লাইনটি ব্যবহার করেছেন আমার সম্পর্কে, সেটি আমার প্রিয় নায়কের লিপে একটি জনপ্রিয় বাংলা গান। কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম এলাকার লুম্পেনরা এই গানটিকে ইভ টিজিংয়ের জন্য ব্যবহার করত। এখন সেই লুম্পেন সংস্কৃতিই রাজ্যের মন্ত্রীর মুখে। ভাবুন, তাহলে রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।'

বলে রাখি, রবিবার ভোটপ্রচারে সিপিআইএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, 'কে যেন সিপিএমের থেকে দাঁড়িয়েছে? কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। তাকে তো দেখা যায় না। ভোট এলে দেখা মেলে।' এর পরই ফিরহাদের আক্রমণ, 'এরপর কোনও ফরেন মাল আসবে। আনবে, এই কেন্দ্রে। বিজেপি হয়তো আনবে।' 

মহিলাকে প্রার্থীর উদ্দেশ্যে মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল সাইটে। 

.