'কী ওষুধ খাই আমি জানি,' চক্রান্ত করে হাসপাতালে রাখা হয়েছে বলে অভিযোগ Sovan-র

আদালতের নির্দেশ মেনে গৃহবন্দি করা হোক, দাবি করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)।  

Updated By: May 22, 2021, 09:48 PM IST
'কী ওষুধ খাই আমি জানি,' চক্রান্ত করে হাসপাতালে রাখা হয়েছে বলে অভিযোগ Sovan-র

নিজস্ব প্রতিবেদন:  সুস্থ হওয়া সত্ত্বেও হাসপাতালে ষড়যন্ত্র করে তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। বিকেলে আচমকাই উডবার্নের ১০৬ নম্বর কেবিন থেকে বেরিয়ে বারান্দা চলে আসেন তিনি। বারান্দায় দাঁড়িয়েই শোভন বলেন,''আমার সিরোসিস হয়নি। সিরোসিস সনাক্ত করতে এন্ডোস্কোপি করতে হয়। আমার করা হয়নি।'' 

নারদাকাণ্ডে ধৃতদের গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সে কথা স্মরণ করিয়ে শোভন (Sovan Chatterjee) বলেন,''অন্যায়ভাবে ডিসচার্জ না করে রেখে দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। আমি কোনও নি্র্দেশ ভাঙতে চাই না। আদালতের নির্দেশ মেনে গৃহবন্দি করা হোক।'' 

শারীরিক অবস্থা সম্পর্কে তিনি ওয়াকিবহাল বলেও দাবি করেন শোভন (Sovan Chatterjee)। তাঁর কথায়,''আমায় সারাদিন বহু ওষুধ নিতে হয়। হাইডোজের ইনসুলিন চলে। মেডিক্যাল বোর্ডে ডাক্তাররা তাঁদের মতামত দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে আমি নিশ্চয়ই আসব। আমি জানি কী ওষুধ গ্রহণ করি, কীভাবে চালফেরা করি, কী ধরনের জীবনযাত্রা অনুসরণ করি। হাসপাতালকে অনুরোধ করব,আমাকে বন্ডে ডিসচার্জ করে দিন। বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছেন সুপার। অপ্রাসঙ্গিত কথা বলছেন। উপর থেকে নির্দেশ, উপদেশ আসছে। চক্রান্ত করে আমায় নিয়ন্ত্রণ করা যাবে না। আমি সুস্থ মানুষ। আমার সুস্থতাকে অসুস্থতা দেখানোর পদ্ধতি গ্রহণ করা হয়েছে। প্রভাব খাটানো হচ্ছে। পার্সোনাল রিস্ক বন্ডে সই করতে রাজি, তাও যেতে দেওয়া হচ্ছে না।''

আরও পড়ুন- পার্সোনাল রিস্ক বন্ডে ছেড়ে দিন, শোভনকে হাসপাতাল থেকে ছাড়াতে মরিয়া Baishaki

 

.