অভিনব উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদ

খামের ওপর রঙিন, বড় বড় হরফে লেখা ছিল ভিতরে কোন বিষয়ের প্রশ্ন আছে। কিন্তু সেই লেখা না পড়েই গত বছর এক পরীক্ষার দিনে অন্য পরীক্ষার প্রশ্ন খুলেছিলেন শিক্ষকরা। ফলে ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। এবার এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অভিনব উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদের। এবার প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রের খামের রংই আলাদা করে দেওয়া হয়েছে। যাতে খামের ওপরের লেখা না পড়েও শুধুমাত্র খামের রং দেখেই বোঝা যায় ভিতরে কোন বিষয়ের প্রশ্নপত্র আছে। 

Updated By: Jan 29, 2012, 05:20 PM IST

খামের ওপর রঙিন, বড় বড় হরফে লেখা ছিল ভিতরে কোন বিষয়ের প্রশ্ন আছে। কিন্তু সেই লেখা না পড়েই গত বছর এক পরীক্ষার দিনে অন্য পরীক্ষার প্রশ্ন খুলেছিলেন শিক্ষকরা। ফলে ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। এবার এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অভিনব উদ্যোগ নিল মধ্যশিক্ষা পর্ষদের। এবার প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রের খামের রংই আলাদা করে দেওয়া হয়েছে। যাতে খামের ওপরের লেখা না পড়েও শুধুমাত্র খামের রং দেখেই বোঝা যায় ভিতরে কোন বিষয়ের প্রশ্নপত্র আছে। 
প্রত্যেক বিষয়ের প্রশ্ন ভরা থাকে আলাদা খামে । আর সেই খামের ওপরে বড় বড় হরফে লেখা থাকে ভিতরে কোন বিষয়ের প্রশ্নপত্র আছে। শুধু তাই নয়, প্রত্যেক খামে লেখার ক্ষেত্রে ব্যবহার করা হত আলাদা আলাদ রঙ। কিন্তু এত কিছু সত্বেও গত বছর চূড়ান্ত গাফিলতি আর অসতর্কতার কারণে উত্তরবঙ্গে ফাঁস হয়ে যায় মাধ্যমিকের প্রশ্ন। এক পরীক্ষার দিনে অন্য পরীক্ষার প্রশ্ন খুলে ফেলেন শিক্ষকরা । ঘটনার জেরে শুধু পরীক্ষা বাতিল নয়, প্রায় একমাস পিছিয়ে দিতে বাধ্য হয় পর্ষদ। সমস্যা এড়াতে গতবছর ফল প্রকাশের আগে এবিষয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দীর্ঘ বৈঠকেও বসেন পর্ষদের কর্তারা। লেখা নাপড়ে খাম খুলে ফেলা আটকাতে এবার তাই অভিনব ব্যবস্থা পর্ষদের।
প্রত্যেক বিষয়ের প্রশ্ন থাকছে এক একটি আলাদা রঙের খামে । যাতে খামের ওপর কি লেখা আছে তা না পড়েই শুধুমাত্র খামের রঙ দেখেই বোঝা যায় ভিতরে কি রঙের প্রশ্নপত্র আছে। এতেই শেষ নয়, এতদিন  থানা থেকে প্রশ্নপত্র আগে পৌঁছে দেওয়া হত মূল কেন্দ্রে। সেখান থেকে তা পাঠান হত সাবভেনু বা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। কিন্তু এবছর থানা থেকে প্রশ্নপত্র সরাসরি পৌঁছে দেওয়া হবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। যাতে মেন ভেনুতেও প্রশ্ন না বদলে যায়। সবমিলিয়ে  প্রায় একবছর ধরে পরিকল্পনা করে প্রশ্ন ফাঁস আটকাতে তত্পর মধ্যশিক্ষা পর্ষদ।   

.