শহরে নেই সচেতনতা প্রচারের, অভিযোগের নিশানায় মেয়র

ডেঙ্গি মোকাবিলায় পুরসভাকে ফুল মার্কস দিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সংক্রমণ ঠেকাতে পুরকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জোর দিয়েছেন সচেতনতা প্রচারেও। যদিও, কলকাতার জনবহুল এলাকাগুলিতে ধরা পড়েনি প্রচারের কোনও ছবি। সরকারি প্রচার সম্পর্কে অবহিত নন কলকাতার বাসিন্দারাও ।

Updated By: Sep 3, 2012, 11:02 PM IST

ডেঙ্গি মোকাবিলায় পুরসভাকে ফুল মার্কস দিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সংক্রমণ ঠেকাতে পুরকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জোর দিয়েছেন সচেতনতা প্রচারেও। যদিও, কলকাতার জনবহুল এলাকাগুলিতে ধরা পড়েনি প্রচারের কোনও  ছবি। সরকারি প্রচার সম্পর্কে অবহিত নন কলকাতার বাসিন্দারাও ।   
ডেঙ্গির লক্ষণ, উপসর্গ কি? ডেঙ্গি ঠেকাতে করণীয় কী? জ্বর হলে কী করতে হবে? মেয়রের দাবি, প্রতি ওয়ার্ডে চালানো হচ্ছে এই সচেতনতা প্রচার। যদিও সাধারণ মানুষের কানে এখনও পৌঁছয়নি পুরসভার সেই সচেতনতা বার্তা। কলকাতার ব্যস্ততম ও জনবহুল এলাকাগুলিতে প্রচারের কোনও হোর্ডিং বা ব্যানার সেভাবে চোখেও পড়েনি।
প্রচারে খামতির কথা কিছুটা মেনেও নিয়েছেন মেয়র। জোর দিয়েছেন প্রচার বাড়ানোর ওপর।
যদিও বাস্তবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিটি ওয়ার্ডে মশা মারার ধোঁয়া ছড়াতে দুটি করে ভ্যানফগ দেওয়া হয়েছে। কিন্তু, অধিকাংশ জায়গায় প্রশিক্ষিত কর্মীর অভাবে যন্ত্রগুলি কার্যত অচল হয়ে রয়েছে। সচেতনতা প্রচারে কাউন্সিলরদের যে লিফলেটগুলি দেওয়া হয়েছিল, তারও অধিকাংশ বিলি করা হয়নি বলে অভিযোগ। বিরোধীদের একাংশের দাবি, ডেঙ্গি নিয়ে কোনও হোমওয়ার্কই করেনি পুরসভা। সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যার সম্মুখীন হচ্ছে পুরসভা ও স্বাস্থ্য দফতর।

.