রাতের শহর দেখল ওলা চালকের মহানুভব
মদ্যপ যাত্রীকে নিয়ে বিপাকে ওলা চালক। গাড়িতে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রী। থানায় নিয়ে গিয়েও সুরাহা হয়নি। শেষমেষ যাত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন ওলা চালক। প্রাথমিক চিকিত্সা সুনিশ্চিত করা পর্যন্ত যাত্রীর পাশেই ছিলেন চালক। শনিবার মাঝরাতের ঘটনা।
ওয়েব ডেস্ক : মদ্যপ যাত্রীকে নিয়ে বিপাকে ওলা চালক। গাড়িতে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রী। থানায় নিয়ে গিয়েও সুরাহা হয়নি। শেষমেষ যাত্রীকে নিয়ে হাসপাতালে ছোটেন ওলা চালক। প্রাথমিক চিকিত্সা সুনিশ্চিত করা পর্যন্ত যাত্রীর পাশেই ছিলেন চালক। শনিবার মাঝরাতের ঘটনা।
আরও পড়ুন- বুক চিতিয়ে ফেসবুকে যাদবপুরের প্রতিবাদী সুর
মিন্টোপার্ক থেকে আনন্দ সিং নামে এক যাত্রীকে তোলেন মহম্মদ আজারুদ্দিন। গন্তব্যে পৌছে দেখেন পাশের সিটে বেহুশ হয়ে পড়ে রয়েছেন আনন্দ। মোবাইল লক, ফলে খবর দিতে পারেননি বাড়ির লোককেও। টালিগঞ্জ থানা তার পর আমহার্স্ট স্ট্রিট থানায় যান ওই ওলা চালক। চালকের অভিযোগ, সাহায্য তো দূরের কথা সেখানে গিয়ে পুলিসি হেনস্থার মুখে পড়তে হয় তাকে। তারপর নিজেই যাত্রীকে হাসপাতালে পৌঁছে দেন।