Partha Chatterjee: কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়

SSC মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের। CBI দফতরে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Updated By: May 18, 2022, 06:34 PM IST
Partha Chatterjee: কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: যাবতীয় জল্পনার অবসান। হাইকোর্টে নির্দেশে অবশেষে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়ে ২০ মিনিটে আগেই CBI দফতরে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

SSC  নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। কিন্তু মামলাটির শুনতেই রাজি হয়নি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। কেন? বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, 'আপনারা কি জানেন না কীভাবে নিয়ম মেনে আবেদন করতে হয়? আদালতের নিয়ম ভেঙে আমি মামলা শুনতে পারব না। যদি খুব তাড়া থাকে তাহলে প্রধান বিচারপতির কাছে যান'। দ্রুত শুনানির আর্জি জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মেল করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Paresh Pal: ভোট পরবর্তী হিংসা, অভিজিৎ সরকার খুনের ঘটনায় CBI দফতরে হাজিরা Paresh Pal-র

এদিকে ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। কোথায় যাচ্ছেন? তখন কিছু জানাতে চাননি। শেষপর্যন্ত হাইকোর্টের নির্দেশে মেনে নিজাম প্য়ালেসেই যান তিনি। কেন তলব CBI-র? সূত্রের খবর, শিক্ষক নিয়োগ কেন উপদেষ্ট কমিটি গঠন করা হয়েছিল? কমিটির কাজ কী ছিল? কোথায় কোথায় বৈঠক হয়েছিল? বৈঠক সম্পর্কে কি অবগত ছিলেন? প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে এসব জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই উপদেষ্টা কমিটির সদস্য-সহ আরও বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.