পুজোতে বৃষ্টির ভ্রুকুটি, তাই তৃতীয়াতেই মণ্ডপে 'সপ্তমীর' ভিড় কলকাতায়
ওয়েব ডেস্ক : আবহাওয়া অফিসের পূর্বাভাস, এবারের পুজোয় বৃষ্টি থাকবে। সেই আশঙ্কা মাথায় রেখে আজ দুর্গাপুজোর তৃতীয়াতেই শহর কলকাতা দেখল সপ্তমীর আমেজ। সন্ধ্যা নামতেই মণ্ডেপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়।
শহরের প্রথম সারির পুজোগুলোর প্রায় প্রতিটিই উদ্বোধন হয়ে গিয়েছে। আর তাই মহালায়র পর থেকেই কার্যত ভিড় জমাতে শুরু করেছেন শহরবাসী।
আরও পড়ুন- বছরভরের অপেক্ষা শেষ, বাঙালির সেরার সেরা উত্সবের আজ তৃতীয়া
বছরভরের অপেক্ষার শেষে আসে বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো। ইতিমধ্যেই সেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। নজরকাড়া দুর্গামূর্তি, প্যান্ডেল, আলোকসজ্জা তো তাদের জন্যই।
নাকতলা থেকে একডালিয়া এভারগ্রিন, চেতলা অগ্রণী থেকে চালতাবাগান...প্রতিটি প্যান্ডেলেই ভিড় চোখে পড়ার মতো।