ফের শহরে মাদকচক্রের পর্দাফাঁস

উদ্ধার হয় ২ গ্রাম এমডি এবং ৩৪ টি এলএসডি পেপার। 

Updated By: Jun 28, 2018, 02:16 PM IST
ফের শহরে মাদকচক্রের পর্দাফাঁস

নিজস্ব প্রতিবেদন:  শহরে ফের হাইপ্রোফাইল মাদকচক্রের পর্দাফাঁস। ডার্কওয়েবের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় রমরমিয়ে চলছে মাদকচক্র।

আরও পড়ুন:ভালোলাগার মানুষকে ছেড়ে ফিরতে চেয়েছিলেন স্বামীর কাছে, পরিণতি...

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে প্রথমে সৌমিক মুখোপাধ্যায় নামে এক ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা শাখা। উদ্ধার হয় ২ গ্রাম এমডি এবং ৩৪ টি এলএসডি পেপার। সৌমিককে জেরা করে পরে মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায় ও কৌস্তুভ কর নামে আরও দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিস। তাঁরা দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

আরও পড়ুন: কল্যাণীতে সাতসকালেই ভয়ঙ্কর ঘটনা, রাস্তার ধারে চোখ পড়তেই গায়ে কাঁটা দিল স্থানীয়দের

ধৃতদের কাছ থেকে ১৫ গ্রাম এমডি এবং ৩টি এমডি ট্যাবলেট উদ্ধার হয়েছে। এরা প্রত্যেকেই ডার্কওয়েবের মাধ্যমে মাদক-কেনাবেচা করত বলে জানিয়েছে পুলিস।

.