মজিদ মাস্টারকে শাসনে ফেরানোর দায়িত্ব পুলিসেরই, নির্দেশ হাইকোর্টের

একটা সময়ে শাসনে শুধু তাঁর শাসনই চলত। কিন্ত,গত পাঁচবছর ধরে ঘরছাড়া। হাইকোর্ট রায় দিয়েছে তাঁকে বাড়ি ফেরানোর দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই। আর তারপরই  আশায় বুক বাঁধছেন একসময়ে শাসনের শেষকথা সিপিআইএম নেতা মজিদ মাস্টার।

Updated By: Dec 23, 2014, 06:05 PM IST
মজিদ মাস্টারকে শাসনে ফেরানোর দায়িত্ব পুলিসেরই, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: একটা সময়ে শাসনে শুধু তাঁর শাসনই চলত। কিন্ত,গত পাঁচবছর ধরে ঘরছাড়া। হাইকোর্ট রায় দিয়েছে তাঁকে বাড়ি ফেরানোর দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই। আর তারপরই  আশায় বুক বাঁধছেন একসময়ে শাসনের শেষকথা সিপিআইএম নেতা মজিদ মাস্টার।

 শাসন নামটা সঙ্গে জড়িয়ে অনেক বোমা গুলি আর রক্ত। শাসনের সঙ্গে জড়িয়ে মজিদ আলি ওরফে মজিদ মাস্টারের নামও। একটা সময়ে যাঁর শাসনে ছিল শাসন পাঁচবছরেরও বেশি সময় তিনি গ্রাম ছাড়া।

সোমবার হাইকোর্টে রায় দিয়েছে, " মজিদ মাস্টারকে ঘরে ফেরানোর ব্যবস্থা করে দিতে হবে পুলিস প্রশাসনকেই'।   শাসনের বাড়িতে এখন থাকেন তাঁর স্ত্রী ও মেয়ে। বাড়িতে হামলা হয়েছে বার বার। কোনওরকমে ভিটেমাটি আগলে পড়ে থাকা। মজিদ  মাস্টারের বাড়ি থেকে বেরোতেই গাড়ি ঘিরে ধরলেন তৃণমূলের স্থানীয় নেতারা। সাফ কথা,  মজিদ মাস্টারকে কোনওভাবেই গ্রামে ফিরতে দেবেন না তাঁরা।

 

.