জ্যোতির্ময়-এর মায়ের আবেদনে সাড়া দিল না পুলিস, স্বরাষ্ট্রসচিবকে রিপোর্ট জমা দিলেন বিস্ময় রায়

জ্যোতির্ময় নন্দীর মায়ের আবেদনে সাড়া দিল না হেয়ার স্ট্রিট থানায় পুলিস। আগামিকালই শেষ হচ্ছে জ্যোতির্ময়ের পুলিস হেফাজতের মেয়াদ। কিন্তু জ্যোতির্ময় নন্দীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে আজই আদালতে তোলার ব্যাপারে পুলিসের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর মা। পুলিসের তরফে তাঁর মা ও দিদিকে মৌখিক আশ্বাসও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জ্যোতির্ময়ের দিদি সুমিতা দাস।

Updated By: Dec 5, 2013, 04:21 PM IST

জ্যোতির্ময় নন্দীর মায়ের আবেদনে সাড়া দিল না হেয়ার স্ট্রিট থানায় পুলিস। আগামিকালই শেষ হচ্ছে জ্যোতির্ময়ের পুলিস হেফাজতের মেয়াদ। কিন্তু জ্যোতির্ময় নন্দীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে আজই আদালতে তোলার ব্যাপারে পুলিসের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর মা। পুলিসের তরফে তাঁর মা ও দিদিকে মৌখিক আশ্বাসও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জ্যোতির্ময়ের দিদি সুমিতা দাস।

কিন্তু ব্যাঙ্কশাল কোর্টে গিয়ে জ্যতির্ময়ের পরিবার জানতে পারে আজ আদালতে পেশ করা হচ্ছে না জ্যোতির্ময়কে। হেয়ার স্ট্রিট থানায় জ্যোতির্ময়ের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁর দিদি। গোটা ঘটনায় পুলিসের ভূমিকায় হতাশ জ্যোতির্ময়ের পরিবার।

এদিকে স্বরাষ্ট্র দফতরের নির্দেশে রিপোর্ট তৈরি করেছে হেয়ার স্ট্রিট থানা৷ মাসের পর মাস অনুমতিপত্র ছাড়াই জ্যোতির্ময় নন্দী কীভাবে কীটনাশক ছড়ানোর কাজ করেছেন, তাও খতিয়ে দেখছে পুলিস৷ লালবাজার মারফত আজই রিপোর্ট নবান্নে পৌঁছতে পারে৷

প্রসঙ্গত, শ্রীরামপুরের জ্যোতির্ময় নন্দীকে মহাকরণ পোড়ানোর চক্রান্তে অভিযুক্ত করেছিল পুলিস। এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব ব্যানার্জি। তিনিই ‘মহাকরণ পোড়ানোর চক্রান্ত’-র কথা বলেন। গত শুক্রবার এ’ কথা বলেন স্বরাষ্ট্র সচিব। সেদিনই গ্রেফতার হন ৪৭ বছরের জ্যোতির্ময় নন্দী।

.