গড়ফা থানা ঘেরাও

কর্মীদের ওপর পুলিসি অত্যাচারের প্রতিবাদে থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। 

Updated By: Oct 11, 2011, 10:29 AM IST

কর্মীদের ওপর পুলিসি অত্যাচারের প্রতিবাদে থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। সোমবার রাতে গরফা থানার পুলিস বিবেকনগর থেকে তিন তৃণমূল কর্মীকে মারধর করে থানায় ধরে নিয়ে আসে বলে অভিযোগ। এরপরই থানায় গিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা। ওই তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। আজ তাদের আদালতে তোলা হবে। তৃণমূলের স্থানীয় কাউন্সিলর তারক চক্রবর্তী ও অন্য দুই তৃণমূল নেতার সঙ্গে রবিবার মারামারি হয়েছিল গড়ফা বিবেকনগরের তিন তৃণমূল কর্মীর। কাউন্সিলর সহ তিন জনের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই ঝামেলার সূত্রপাত। পরে ঝামেলা মিটিয়ে নেয় দুপক্ষ। কিন্তু সোমবার রাতে ওই তিন তৃণমূল কর্মী অনিল পাল, পবিত্র পাল ও অভিজিত্‍‍‍ পালকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে গড়ফা থানার পুলিস।ধরে আনার সময় ওই তিনজনকে পুলিস মারধর করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান তণমূলের কিছু কর্মী-সমর্থকরা।

.