Primary TET: প্রাইমারিতে চাকরির সুপারিশ করেন শাসকদলের কোন কোন বিধায়ক, নথি জমা পড়ল হাইকোর্টে

নিজেদের বিধায়কের লেটারহেডে তাঁরা বহু প্রার্থীর চাকরির জন্য সুপারিশ করেন ওইসব তৃণমূল বিধায়করা

Updated By: Jul 5, 2022, 02:12 PM IST
Primary TET: প্রাইমারিতে চাকরির সুপারিশ করেন শাসকদলের কোন কোন বিধায়ক, নথি জমা পড়ল হাইকোর্টে

অর্ণবাংশু নিয়োগী: প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হওয়া মামলায় এবার চমক। প্রাইমারিতে চাকরির জন্য সুপারিশ করেছিলেন শাসকদলের বিধায়করা। এরমকই দাবি করেছিলেন এক মামলাকারী। এবার সেই সুপারিশের চিঠি জমা পড়ল কলকাতা হাইকোর্টে।

২০১৮ সালের টেট পরীক্ষার পর প্রাথমিকে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ উঠেছিল, চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন তৃণমূল বিধায়করা। সেই দাবির সমর্থনে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেইসব সুপারিশের চিঠি জমা দেন মামলবাকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

মামলাকারীর দাবি অনুযায়ী ওইসব সুপারিশের চিঠিতে দেখা যাচ্ছে চাকরির জন্য সুপারিশ করেছিলেন রাজ্যের বর্তামান মন্ত্রী অখিল গিরি, বিধায়ক অসীম মাঝি ও  মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। নিজেদের বিধায়কের লেটারহেডে তাঁরা বহু প্রার্থীর চাকরির জন্য সুপারিশ করেন। আজ সেইসব সুপারিশের চিঠি আদালতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-হঠাৎই বিয়ের আসরে বর প্রণাম করে বসলেন কনেকে! কেন জানেন? 

আরও পড়ুন-আবহাওয়া প্রতিকূল, সাময়িকভাবে বন্ধ অমরনাথ যাত্রা; ক্যাম্পে আটকে ৩০০০ পুণ্যার্থী

আরও পড়ুন-চালু হল এয়ারপোর্ট-হাওড়া ননস্টপ বাস, একটাই ভাড়া ১০০ টাকা  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.