পাইপ ফেটে বিপত্তি! টালা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে রবিবার বিকেল পর্যন্ত

শনিবার দুপুর থেকেই উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। 

Updated By: Nov 23, 2020, 11:06 PM IST
পাইপ ফেটে বিপত্তি! টালা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে রবিবার বিকেল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন- উত্তর কলকাতার বাসিন্দাদের জন্য খারাপ খবর। টালার পাইপ ফেটে বিপত্তি। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে। জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই জল সরবরাহ বন্ধ থাকবে। অন্তত দুদিন জল সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকালে জল সরবরাহ হবে। তবে তার পরই পাইপ মেরামতের কাজ শুরু হবে। ফলে দুপুর থেকেই উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। এমনকী দক্ষিণ কলকাতার কিছু অংশও টালার জলের উপর নির্ভরশীল। ফলে সেসব অঞ্চলেও অন্তত রবিবার বিকেল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন-  'আকাশ থেকে নেমে দুয়ারে যেতে যেতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে', নয়া প্রকল্পকে কটাক্ষ সায়ন্তনের

পাইপ ফেটে যাওয়ায় জল জমেছে টালা সংলগ্ন এলাকার রাস্তার উপর। এর আগেও টালার পাইপ লাইনে সমস্যা দেখা দিয়েছিল। বিঘ্নিত হয়েছিল জল সরবরাহ। তবে এমন সমস্যা যাতে আর ভবিষ্যতে না হয় তাই কর্তৃপক্ষ এবার পাইপ মেরামতির কাজ পাকাপাকিভাবে করতে চাইছে। ঠিকঠাকভাবে পাইপ মেরামতির জন্য বেশ কিছুটা সময় তো লাগবেই। তাই রবিবার বিকেল পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।  

.