পুজো পরিক্রমা

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপ সজ্জা, কোথাও বা চিরাচরিত প্রতিমার রূপে বৈচিত্র্য। সব মিলিয়ে জমে উঠেছে কলকাতার দুর্গাপুজো।

Updated By: Oct 4, 2011, 07:55 PM IST

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপ সজ্জা, কোথাও বা চিরাচরিত প্রতিমার রূপে বৈচিত্র্য। সব মিলিয়ে জমে উঠেছে কলকাতার দুর্গাপুজো।
থিমের আতিশয্য নেই গোবিন্দপুর সর্বজনীন দুর্গোত্সব কমিটির দুর্গাপুজোয়।তবে চিরাচরিত দুর্গাপ্রতিমার রূপে পরিবর্তন। একদিকে দেবীর চার সন্তান, অন্যদিকে দেবীকে যে দেবতারা অসুরবধে পরোক্ষভাবে সাহায্য করেছিলেন, তাঁরা।   বেহালা সবেদা বাগান ক্লাবের দুর্গাপুজোর থিম রান্না ঘরে দশ অস্ত্রে দশভুজা।থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখে এখানে গড়ে তোলা হয়েছে দেবী মূর্তি। গঙ্গারামপুর একতা সংঘের এবারের থিম রবীন্দ্র-জন্ম-সার্ধশতবর্ষ।
নারীর বিভিন্ন রূপকে সামনে রেখে মণ্ডপ সাজিয়েছেন বেহালার আচার্য প্রফুল্ল সংঘের সদস্যরা।তাঁদের থিম মায়াজালের মহিমায় নারী।দেবদারু ফটকের পুজোয় দেবীর দশমহাবিদ্যা-রূপ তুলে ধরা হয়েছে। প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্য। রুটিনের ফাঁদে শৈশব কাঁদে। বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন এবার এই থিমেই মণ্ডপ সাজিয়েছে। প্রতিমাতেও থিমের ছোঁয়া। দেবী দুর্গার হাতে ত্রিশুলের পরিবর্তে পেনসিল। সব মিলিয়ে পুজো জমে উঠেছে। থিম এবং প্রতিমায় বৈচিত্র্য কত দর্শনার্থী টানতে পারে, তার দিকেই তাকিযে উদ্যোক্তারা।
 

.