সারদা সাফারার্সদের রেল অবরোধ, বিঘ্নিত হাওড়া ও শিয়ালদার বেশ কিছু শাখার রেল চলাচল, গড়িয়ায় অবরোধকারীদের মেরে তুলে দিল তৃণমূল কর্মীরা

এরাজ্যের চিটফান্ডের দ্বারা প্রতারিত হওয়া মানুষজন একজোট হয়ে তৈরি করেছেন চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশন। শ্যামল সেন কমিশনের চেক বাউন্সের প্রতিবাদে আজ সকাল থেকে রাজ্যজুড়ে রেল অবরোধের ডাক দেয় তারা। সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ শাখায় চলছে অবরোধ। আটক বেশ কিছু দূরপাল্লার ও লোকাল ট্রেন। গড়িয়া স্টেশনে অবরোধকারীদের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগ, পুলিস এই ঘটনায় স্রেফ দর্শকের ভূমিকা গ্রহণ করে। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই `হামলা` হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীরাই অবরোধ তুলে দেন। হামলা করা হয় সংবাদ মাধ্যমেত প্রতিনিধিদের উপরও।

Updated By: May 2, 2014, 09:31 AM IST

এরাজ্যের চিটফান্ডের দ্বারা প্রতারিত হওয়া মানুষজন একজোট হয়ে তৈরি করেছেন চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশন। শ্যামল সেন কমিশনের চেক বাউন্সের প্রতিবাদে আজ সকাল থেকে রাজ্যজুড়ে রেল অবরোধের ডাক দেয় তারা। সকাল থেকে হাওড়া ও শিয়ালদহ শাখায় চলছে অবরোধ। আটক বেশ কিছু দূরপাল্লার ও লোকাল ট্রেন। গড়িয়া স্টেশনে অবরোধকারীদের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগ, পুলিস এই ঘটনায় স্রেফ দর্শকের ভূমিকা গ্রহণ করে। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই `হামলা` হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীরাই অবরোধ তুলে দেন। হামলা করা হয় সংবাদ মাধ্যমেত প্রতিনিধিদের উপরও।

সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে গঠিত হয়েছিল শ্যামল সেন কমিশন। সেই কমিশন ফলাও করে বিজ্ঞাপন দিয়ে এজেন্ট এবং আমানতকারীদের থেকে তথ্য জানতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়া। সেইমত বিভিন্ন জেলায় কমিশনের অফিসে নথি জমা দেন সারদার এজেন্ট ও আমানতকারীরা। আশা ছিল টাকা ফেরত মিলবে। সব নথি খতিয়ে দেখার পর কমিশনের তরফে শুরু হয় চেক বিলি। কিন্তু সরকারি চেকও বাউন্স করায় বিপাকে এজেন্ট ও আমানতকারীরা। শুধু সারদা নয়য়।

.