রবিবার সকাল দেখল বৃষ্টিভেজা শহর আর জলমগ্ন দক্ষিণ কলকাতা

রবিবার সকাল থেকেই শহর ভিজল মুষলধারের বৃষ্টিতে। ছুটির দিনের সকালবেলাটা কলকাতার কাটল বৃষ্টি দেখে। তবে এরপর ঘর থেকে বেরোতেই চক্ষুচড়ক গাছ। বর্ষার শুরুতেই বেহাল মহানগরী। অল্প বৃষ্টিতেই জলমগ্ন দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলাকাতার বিভিন্ন অংশে জল জমতে দেখা গেল।

Updated By: Jun 23, 2013, 10:53 AM IST

রবিবার সকাল থেকেই শহর ভিজল মুষলধারের বৃষ্টিতে। ছুটির দিনের সকালবেলাটা কলকাতার কাটল বৃষ্টি দেখে। তবে এরপর ঘর থেকে বেরোতেই চক্ষুচড়ক গাছ। বর্ষার শুরুতেই বেহাল মহানগরী। অল্প বৃষ্টিতেই জলমগ্ন দক্ষিণ কলকাতা।
বর্ষার শুরুতেই বৃষ্টিতে বেহাল মহানগরী। গত বৃহস্পতিবার কয়েকঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এরজন্য বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন দক্ষিণ কলকাতার মানুষ। নিম্নচাপের জেরে একাটানা ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরফলে অবস্থা আরও সঙ্গীন হওয়ার আশঙ্কা দক্ষিণ কলকাতার বাসিন্দাদের।
দক্ষিণ কলাকাতার বিভিন্ন অংশে জল জমতে দেখা গেল।
মেয়রের এলাকা বেহালার অবস্থা তো আরও খারাপ। বেহালা থানা, রবীন্দ্রনগরের একাংশ, ১২৮, ১২৯, ১৩০ নং ওয়ার্ডের বেশ কিছু জায়গা জলের তলায়। এত সামান্য সময়ের বৃষ্টিতেই যদি এই হাল হয় তাহলে বাকি বর্ষায় কী হতে চলেছে তা নিয়ে প্রশ্ন থাকছেই।
গত বৃহস্পতিবার কয়েকঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এরজন্য বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। পূর্বাভাস অনুযায়ী একটানা ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঘণ্টাখানেকের বৃষ্টিতে যদি দক্ষিণ কলকাতার এমন বেহাল দশা হয় তাহলে একটানা ভারি বৃষ্টিতে কি হবে দক্ষিণ কলকাতার অবস্থা।  

.