ভাইফোঁটায় কোন বাজারে মাছ এবং সবজির দাম কত জানুন

যমের দুয়ারটা যে কোন দিকে কে জানে?তবে এটা জানা, যে সেই দুয়ারে আগল দিতে হবে। দিতে হবেই--বছরভর ভাই,দাদার সুন্দর জীবন কামনার সেই আগল দেওয়ার  উত্‍স মুখ যেন ভাইফোটা। হিন্দির রক্ষাবন্ধন টাইপের অকপট স্বীকারোক্তি নয়। ভাইফোটা চিরকালীন বাঙালি কন্যার নিজস্ব মাধুর্য। চন্দন চর্চিত কড়ে অঙ্গুল কপালে টিক এঁকে দিলে  সমস্ত ফাঁড়া কাটানো যায়, এ তত্বে বিশ্বাস করে না এমন ভাই ভূ-ভারতে কেউ কি আছে? বাঙালির অন্য উত্‍সবের মতো ভাইফোঁটায় বিশেষ গুরুত্ব রয়েছে খাওয়াদাওয়ার । কিন্তু বাজার। বড় ব্যাজার। কলকাতার প্রায় সব বাজারেই দর চড়েছে কালীপুজোর আগে থেকেই।

Updated By: Oct 31, 2016, 03:53 PM IST
ভাইফোঁটায় কোন বাজারে মাছ এবং সবজির দাম কত জানুন

ওয়েব ডেস্ক: যমের দুয়ারটা যে কোন দিকে কে জানে?তবে এটা জানা, যে সেই দুয়ারে আগল দিতে হবে। দিতে হবেই--বছরভর ভাই,দাদার সুন্দর জীবন কামনার সেই আগল দেওয়ার  উত্‍স মুখ যেন ভাইফোটা। হিন্দির রক্ষাবন্ধন টাইপের অকপট স্বীকারোক্তি নয়। ভাইফোটা চিরকালীন বাঙালি কন্যার নিজস্ব মাধুর্য। চন্দন চর্চিত কড়ে অঙ্গুল কপালে টিক এঁকে দিলে  সমস্ত ফাঁড়া কাটানো যায়, এ তত্বে বিশ্বাস করে না এমন ভাই ভূ-ভারতে কেউ কি আছে? বাঙালির অন্য উত্‍সবের মতো ভাইফোঁটায় বিশেষ গুরুত্ব রয়েছে খাওয়াদাওয়ার । কিন্তু বাজার। বড় ব্যাজার। কলকাতার প্রায় সব বাজারেই দর চড়েছে কালীপুজোর আগে থেকেই।

মাছের দর (প্রতি কেজি)
লেকমার্কেট
-------
রুই : ২০০
কাতলা: ২৫০
পারশে: ৫৫০
পমফ্রেট: ৭৫০
ইলিশ: ১৪০০
ভেটকি: ৫০০
বাগদা চিংড়ি: ৬০০
----------------
মাছের দর (প্রতি কেজি)
মানিকতলা বাজার
-----------
কই: ৪০০
বাগদা: ৬৫০
চিতল: ৯০০
বাটা: ১৫০
পুটি: ১০০
----------------
সবজির বাজারও আঁকাশ ছোঁয়া।

সবজির দর
মানিকতলা বাজার
-----------
সিম: ৪০ টাকা কেজি
মটরশুটি: ৪০০ টাকা কেজি
ফুলকপি: ৩০ টাকা পিস
টম্যাটো: ৪০ টাকা কেজি

তাতে কী। কোন বোন কবে ভাইফোটায় দরের পরোয়া করেছে।তাই না? 

আরও পড়ুন ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন

.