Exclusive: পদ্মশিবিরে 'বিদ্রোহে'র আঁচ পৌঁছল দিল্লিতে! শাহি দরবারে বিক্ষুদ্ধ নেতারা‌

জেপি নাড্ডার কাছেও সাক্ষাতের সময় চেয়েছেন তাঁরা।

Updated By: Jan 24, 2022, 02:20 AM IST
Exclusive: পদ্মশিবিরে 'বিদ্রোহে'র আঁচ পৌঁছল দিল্লিতে! শাহি দরবারে বিক্ষুদ্ধ  নেতারা‌

নিজস্ব প্রতিবেদন: বঙ্গ বিজেপিতে 'বিদ্রোহে'র আঁচ এবার পৌঁছে গেল রাজধানীতেও! সংসদের অধিবেশন চলাকালীনই দিল্লি যাচ্ছেন বিক্ষুদ্ধ শিবিরের নেতারা। কেন? অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডার (JP Nadda) কাছে দেখার করার সময় চেয়েছেন তাঁরা। আগামিকাল, সোমবার আবার জেপি নাড্ডাকে চিঠি দিচ্ছেন দলের মণ্ডলস্তরের নেতাদের একাংশ। সূত্রের খবর তেমনই। 

একুশের বিধানসভা ভোটে ধাক্কা সামলানো যায়নি এখনও। উল্টে কলকাতায় পুরভোটে ধরাশায়ী বিজেপি। পদ্মশিবিবের এখন চূডান্ত ডামাডোল! দলের রাজ্য় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিধায়ক-সহ নেতাদের একাংশ। বাদ যাননি বনগাঁ সাংসদ, মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরও (Shantanu Thakur)। কয়েকদিন আগেই কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকও করেছেন বিক্ষুদ্ধ নেতারা। সূত্রের খবর, সেই বৈঠকের পাল্টা কমিটি গঠনে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এমনকী, বনগাঁ পিকনিক করতে দেখা গিয়েছে ৫ মতুয়া বিধায়ক-সহ জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারির মতো রাজ্যে বিজেপি নেতাদের।

আরও পড়ুন: Ritesh Tiwari: পার্টিতে দখলদারি চলছে, শোকজ নোটিস পেয়ে তত্কাল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রীতেশ তিওয়ারি

এদিন দলবিরোধী মন্তব্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জয়প্রকাশ মজুমদারকে শোকজ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বাদ যাননি আরও এক বিক্ষুদ্ধ নেতা রীতেশ তিওয়ারিও। দু'জনেরই দাবি,  শো-কজের চিঠি আগে সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছিল। এবার দিল্লিতে গিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে দেখার করার সিদ্ধান্ত নিলেন বিজেপির বিক্ষুদ্ধ নেতারা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.