বিজেপিতে আরও বড় দায়িত্বে আসতে চলেছেন রূপা গাঙ্গুলি

বিজেপিতে আরও বড় দায়িত্বে আসতে চলেছেন অভিনত্রী তথা রাজনীতিবিদ রূপা গাঙ্গুলি। রাজ্য কমিটিতে উঁচু পদে আসছেন এই নেত্রী। অমিত শা কলকাতা ঘুরে যাওয়ার পরই রাজ্য বিজেপিতে রদবদলের সিদ্ধান্ত। খুব বেশিদিন হয়নি রাজনীতিতে এসেছেন রূপা। কিন্তু অল্প সময়েই নজর কেড়েছেন।

Updated By: Jul 13, 2015, 11:08 PM IST
বিজেপিতে আরও বড় দায়িত্বে আসতে চলেছেন রূপা গাঙ্গুলি

ওয়েব ডেস্ক: বিজেপিতে আরও বড় দায়িত্বে আসতে চলেছেন অভিনত্রী তথা রাজনীতিবিদ রূপা গাঙ্গুলি। রাজ্য কমিটিতে উঁচু পদে আসছেন এই নেত্রী। অমিত শা কলকাতা ঘুরে যাওয়ার পরই রাজ্য বিজেপিতে রদবদলের সিদ্ধান্ত। খুব বেশিদিন হয়নি রাজনীতিতে এসেছেন রূপা। কিন্তু অল্প সময়েই নজর কেড়েছেন।

বিজেপির দলীয় কর্মী সমর্থকরা যেখানেই তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছেন, সেখানেই ছুটে গিয়েছেন। তাই বিধানসভা ভোটের দিকে তাকিয়ে দলে রূপার গুরুত্ব বাড়ছে বলে অনেকের ধারণা। রূপাকে তুলে আনার পাশাপাশি, দশ জেলার সভাপতি পদেও রদবদল করতে চলেছে রাজ্য বিজেপি।

এদিকে, দুহাজার ষোলো? নাকি উনিশ? টার্গেট গুলিয়ে ফেলে চরম বিভ্রান্তিতে দিশাহারা রাজ্য বিজেপি নেতৃত্ব। বিভ্রান্ত দলের কর্মীরাও। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যে এসে ক্ষোভের মুখে পড়ে ছিলেন কেন্দ্রীয় নেত্রী নির্মলা সীতারমন। বেসামাল কর্মীরা ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁর সামনেই।

নভেম্বরে ঠিক এভাবেই মিশন দুহাজার ষোলোর লক্ষ্যে কর্মীদের তাতিয়ে দিয়েছিলেন অমিত শাহ।  কিন্তু ঠিক সাত মাস পরেই বেসুর বেজেছে তাঁর গলায়।    রাজ্যে এসে মঙ্গলবার অমিত শাহের বার্তা ছিল,দুহাজার উনিশে রাজ্য থেকে বিজেপির   বিজয়রথ  এগোবে।এমন দূরায়ত লক্ষ্যের ঘোষণায়  রীতিমতো হতাশ কর্মীরা। পরদিন দলের অন্য হেভিওয়েটরা ড্যামেজ কন্ট্রোলে নেমেও সুবিধে করতে পারেননি। ষোলো নাকি উনিশ, টার্গেট নিয়ে কর্মীরা যখন দোটানায়, তখনই শুক্রবার রাজ্যে এলেন কেন্দ্রীয় নেত্রী নির্মলা সীতারমন। তাঁকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন দুই চব্বিশ পরগনার কর্মীরা।

.