আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে অভিনেতা বিক্রম

গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগাম জামিনের আবেদন জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সনিকা চৌহান মৃত্যু রহস্যে তাঁর বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর ধারা এনেছে পুলিস। [নিজের প্রথম 'প্রেম' নিয়ে মুখ খুললেন সলমন] সেই মামলায় এখনও জামিনেই রয়েছেন তিনি। তবে কেন ফের আদালতের দ্বারস্থ হলেন? আইন বিশেষজ্ঞদের ধারনা, জামিনের সময়সীমা পেরোলে সমস্যা হলেও হতে পারে। নতুন করে অনিচ্ছাকৃত খুনের ধারাও যোগ করেছেন তদন্তকারীরা। তাই আগেভাগেই জামিন নিয়ে রাখতে চান অভিনেতা।আরও পড়ুন- প্র্যাঙ্কের শিকার হয়ে সঞ্চালকের ওপর চটলেন কিং খান

Updated By: Jun 5, 2017, 11:40 PM IST
আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে অভিনেতা বিক্রম

ওয়েব ডেস্ক: গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগাম জামিনের আবেদন জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সনিকা চৌহান মৃত্যু রহস্যে তাঁর বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যুর ধারা এনেছে পুলিস। [নিজের প্রথম 'প্রেম' নিয়ে মুখ খুললেন সলমন] সেই মামলায় এখনও জামিনেই রয়েছেন তিনি। তবে কেন ফের আদালতের দ্বারস্থ হলেন? আইন বিশেষজ্ঞদের ধারনা, জামিনের সময়সীমা পেরোলে সমস্যা হলেও হতে পারে। নতুন করে অনিচ্ছাকৃত খুনের ধারাও যোগ করেছেন তদন্তকারীরা। তাই আগেভাগেই জামিন নিয়ে রাখতে চান অভিনেতা।আরও পড়ুন- প্র্যাঙ্কের শিকার হয়ে সঞ্চালকের ওপর চটলেন কিং খান

 

.