West Bengal Assembly Recruitment: 'বিধানসভার মর্যাদাহানি হচ্ছে', বিরোধীদের আরটিআইয়ে ক্ষুব্ধ স্পিকার

বিধানসভায় কর্মী নিয়োগেও দুর্নীতি? তথ্য যাচাই করতে RTI করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। 

Updated By: Jul 9, 2022, 12:02 AM IST
West Bengal Assembly Recruitment: 'বিধানসভার মর্যাদাহানি হচ্ছে', বিরোধীদের আরটিআইয়ে ক্ষুব্ধ স্পিকার

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:   'বিরোধীদের যদি বিধানসভার কর্মীদের নিয়ে অসন্তোষ থাকে, তাহলে তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করুন। বিরোধী দলনেতার সচিবালয়েও তো বিধানসভার কর্মীরা রয়েছেন। তাহলে তাঁদের সাহায্য নেওয়াও বন্ধ করুন'। কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির RTI নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, 'বিধানসভার মর্যাদাহানি হচ্ছে। আগে কখনও এমন ঘটনা ঘটে'।

বিধানসভায় কর্মী নিয়োগেও দুর্নীতি? স্রেফ মৌখিক অভিযোগ নয়, তথ্য যাচাই করতে RTI করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন? কী সার্টিফিকেট জমা দিয়েছেন? ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২, এই দশ বছরে যাঁরা বিধানসভায় চাকরি পেয়েছেন, তাঁদের সম্পর্কে বিশদে নথি চেয়েছে গেরুয়াশিবির। এমনকী, জাল মার্কশিটে বিধানসভায় চাকরি দেওয়ার অভিযোগ করেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: Bardhaman Hooch Tragedy: বর্ধমানে মদ খেয়ে কীভাবে মৃত্যু? তদন্তের নির্দেশ আবগারি দফতরের

এদিন কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে জবাবও দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, 'এখানে যাঁদের চাকরি হয়, প্রত্যেকের পুলিস ভেরিফিকেশন হয়। কারও নামে কোনও অভিযোগ থাকলে চাকরি বাতিল হয়।বিরোধী দলনেতার সুপারিশেও তিন জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। এ নিয়ে কি বলবেন'। বিজেপিকে 'অসভ্য বর্বর দল' কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.