মোদীর জন-ধন যোজনা সূচনা কার্যত বয়কট রাজ্যের

Updated By: Aug 28, 2014, 10:39 PM IST
মোদীর জন-ধন যোজনা সূচনা কার্যত বয়কট রাজ্যের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন প্রকল্প কার্যত বয়কট করল রাজ্য সরকার। কলকাতায় আজ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্য সরকারের কোনও প্রতিনিধি।

রাজ্যের আচরণে ক্ষোভ চেপে রাখেননি কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লা। যদিও, মুখ্যমন্ত্রীর দাবি এধরণের প্রকল্প আগেই চালু করেছে রাজ্য। নিম্নমধ্যবিত্ত মানুষের কাছে সরকারি সাহায্য পৌছে দিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একান্তই দরকার। অথচ, দেশের আটষট্টি শতাংশ মানুষের এখনও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। সমস্যা  সমাধানে মোদী সরকারের অস্ত্র জনধন প্রকল্প। এই প্রকল্পে দেশের প্রতিটি নিম্নবিত্ত পরিবারের জন্য একটি  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দেবে সরকার। গ্রাহকদের দেওয়া হবে ডেবিট কার্ডও। সঙ্গে থাকবে এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমার সুবিধা।

জাতীয় অগ্রাধিকারের তালিকায় থাকা এই প্রকল্পকে  অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির সঙ্গে একযোগে বুধবার দেশের আরও ছিয়াত্তরটি জায়গায় সূচনা হল জনধন প্রকল্পের। কলকাতায় প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লা। কিন্তু, মোদী সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে দেখা যায়নি রাজ্যের কোনও প্রতিনিধি। অথচ, অনুষ্ঠানের আয়োজক স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির দাবি, প্রোটোকল মেনেই মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্য সরকারি আমলাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে ক্ষোভ চেপে রাখেননি কেন্দ্রীয় মন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দাবি, এধরণের প্রকল্প অনেক আগেই চালু করেছে রাজ্য। ইউপিএ সরকারের একশো দিনের কাজের মতো জনধনকে ফ্ল্যাগশিপ প্রকল্পের মর্যাদা দিচ্ছে মোদী সরকার। সেই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে রাজ্যে সরকারের প্রতিনিধিদের অনুপস্থিতি কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

.